আমাদের কথা খুঁজে নিন

   

মধ্যবাড্ডায় পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গনজাগরনের মাধ্যেমে পরিবর্তন সম্ভব....মানুষের চিন্তার পরিবর্তন করাটা জরুরি ....বুদ্ধিবৃত্তিক পুনরজাগরনে বিশ্বাসী বকেয়া বেতন-বোনাসের দাবিতে সোমবার সকাল থেকে মধ্যবাড্ডায় টুপাজ নামে একটি পোশাক কারখানার কয়েকশ’ শ্রমিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে।এতে ওই এলাকায় সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। মধ্যবাড্ডা থেকে রামপুরা, কুড়িল বিশ্বরোড, গুলশান দুই নম্বরের গোলচত্বর পর্যন্ত পুরো এলাকা অচল হয়ে পড়েছে। তীব্র যানজটের কারণে গাড়ি সামনে আগাতে পারছেনা। এতে দুর্ভোগে পড়েছে কর্মস্থলগামীরা। এদিকে, যানজট নিরসনে ট্রাফিক পুলিশকে কার্যকর ভূমিকা নিতে দেখা যাচ্ছেনা। এ ব্যাপারে বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব হোসেন বাংলানিউজকে জানান, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছেন। এছাড়া অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মধ্যবাড্ডায় বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন রয়েছে  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।