আমাদের কথা খুঁজে নিন

   

সম্পর্কে অতিরিক্ত গুড় ভাল না!

কপট ধার্মিক, ভীরু- ভন্ড, রাজাকার এবং তাদের বংশধরদের এই ব্লগে প্রবেশ নিষেধ যখন দেশে ছিলাম আমার বেশ কিছু পরিচিত মানুষ ছিলো। তাদের সাথে আমার খুব একটা দূরত্ব ছিলো না কিন্তু বন্ধুত্বও ছিলো না।হালে তারা আমার খুব ঘনিষ্ঠজন হয়ে উঠেছেন! ই মেইলে এস এম এসে আমার খোঁজ খবর নেয়! আমি ফোন করলে তো কথাই নেই! তাদের কথা আর ফূরোয় না! রাখি রাখি বলেও রাখতে রাখতে অনেক সময় পেড়িয়ে যায়! প্রায় সবাই আমাকে বলেছে, আমি দেশে গেলে এয়ারপোর্ট থেকে যেনো সোঁজা তাদের বাসায় গিয়ে উঠি! জবাবে বলি, ধন্যবাদ। তারপররেও তারা কথাটির পুনরাবৃত্তি করে বার বার বার !! আমার ধৈর্য্যর বাঁধ ভেঙ্গে যায়।বিরক্ত হই। এভাবে কয়েজনের সাথে আমার সম্পর্ক নষ্ট হয়ে গেলো!! বাঙ্গালী সুময়ের বন্ধু! বসন্তের কোকিল!! ইংরেজিতে একটা কথা আছে," তুমি যতোক্ষণ সূর্য্যের নীচে থাকবে ততোক্ষণ ছায়া তোমার সাথে সাথে থাকবে অন্ধকারেই গেলেই ছায়া হাওয়া!" আমার পরিচিতজনরা আমার আরও কাছে আসতে চেয়ে অনেক দূরে সরে গেলো!! এটা দু:খজনক।তাই সবাইকে বললো, সম্পর্কে কখনোই অতিরিক্ত গুড় দেবেন না। বেশী গুড় দিয়ে পাকানো খাবারও বিষের মতো লাগে। খেতে গেলে সবাই মুখ বাঁকা করে!! তাছাড়া,বেশী গুড় স্বাস্থ্যের জন্য ভালো না! ডায়াবেটিস, দাঁতের অসু খসহ নানা রকমের অসুখের কারণ গুড় চিনি বা মিষ্টি! "ডোন্ট পুট টু মাচ সুগার অন ইউর ফুড! ইভেন ইন রিলেশনশীপ!!"

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.