আমাদের কথা খুঁজে নিন

   

বন্ড দিয়ে ছাড় পাচ্ছে গেম অন-ফ্র্যাঞ্চাইজি

অভিযোগগুলো যাতে ফের তুলতে না পারে সে জন্য চার্টর্ড একাউন্টেন্ট এবং আইনজীবী নিয়ে বসেছিলেন বিপিএল সংক্রান্ত বিশেষ কমিটি। কমিটির আহ্বায়ক মাহাবুবুল আনাম এবং দুই সদস্য আহমেদ সাজ্জাদুল আলম ববি ও ইকবাল হোসেন আট ঘণ্টা ধরে সাক্ষাৎকার নিয়েছেন বিপিএলের তিন স্টেকহোল্ডার-গভর্নিং কাউন্সিল, গেম অন স্পোর্টস ম্যানেজমেন্ট এবং ফ্র্যাঞ্চাইজির (বরিশাল বার্নার্স)। গেম অন স্পোর্টস ম্যানেজমেন্ট, বিপিএল গভর্নিং কাউন্সিলের কর্মকর্তাদের সঙ্গে আলাদা আলাদা বৈঠকের পর তিনপক্ষকে একসঙ্গে নিয়ে বসেছিলেন কমিটির কর্মকর্তারা। আটঘণ্টার বৈঠকের শেষপর্বটি ছিলো ফলপ্রসু। এখানে কোন পক্ষই পিছুটান দেয়নি।

বাংলানিউজকে বিশ্বস্ত সূত্র জানিয়েছে, গেম অন স্ট্যাম্প পেপারে লিখিত দিয়েছে, আম্পায়ার এবং বিভিন্ন প্রতিষ্ঠানের বকেয়া, ফ্র্যাঞ্চাইজিদের অর্থ পরিশোধ করার বিষয়ে। একটা নির্দিষ্ট দিনের ভেতরে এই পাওনা শোধ করবে তারা। ফ্র্যাঞ্চাইজি বরিশাল বার্নার্স তাদের খেলোয়াড়দের বকেয়া পরিশোধে এগিয়ে থাকলেও যেটুকু বাকি আছে তার জন্যও স্ট্যাম্পে লিখিত দিয়েছে। রোববার তিনটি ফ্র্যাঞ্চাইজির সঙ্গে বসবে গেম অন এবং বিপিএল গভর্নিং কাউন্সিলের উপস্থিতিতে। প্রত্যেক ফ্র্যাঞ্চাইজির কাছ থেকেই খেলোয়াড়দের পারিশ্রমিক পরিশোধের প্রতিশ্রুতি নেওয়া হবে লিখিত আকারে।

পরে যাতে পিছু হটতে না পারে সে জন্য আইনজীবী দিয়ে পাকাপোক্ত ভাবেই কাজটি করছে বিসিবি। তিনপক্ষের বক্তব্য শোনার পর কমিটির আহ্বায়ক মাহাবুবুল আনাম এবং সদস্য ববির জানালেন, একে অন্যকে অভিযোগ করেছে। এর ভেতরেও আলোচনা যতটা এগিয়েছে তাতে সবার ভেতরে সহযোগিতার মনোভাব দেখতে পেয়েছেন কমিটির কর্মকর্তারা। সব শেষে একটি গ্রহণযোগ্য সমাধাণও আশা করছেন তারা। কমিটির আহ্বায়ক মাহাবুবুল আনাম বলেছেন,‘গভর্নিং কাউন্সিল, গেম অন আর বরিশাল বার্নার্সের সঙ্গে আলাপ করেছি।

বাকি সবার সঙ্গে পর্যায়ক্রমে বসব। আলাপ না করার আগে পুরো সমাধানে আসতে পারব না। তবে আমরা আশাবাদী। যে সমস্যাগুলো আছে, সেগুলোর সমাধান করা সম্ভব। ’ প্রথম দিনের আলোচনার অগ্রগতি থাকলেও পরের দুইদিন একটু কঠিন হতে পারে।

বিশেষ করে যাদেরকে নিয়ে সমস্যার সৃষ্টি সেই দুরন্ত রাজশাহী এবং ঢাকা গ্ল্যাডিয়েটরস কতটা সহযোগিতা করবে সেটাই ভাবনার বিষয়। বিপিএলের সমস্যার জট খুলতে বিশেষ কমিটির সময় নির্দিষ্ট করে দেওয়া হয়নি বলে জানালেন আহ্বায়ক মাহাবুবুল আনাম। ইচ্ছে করলে তারা দুই সপ্তাহও সময় নিতে পারেন। কিন্তু অতদিন লাগবে না বলেই জানালেন,‘আশা করি ১০ নভেম্বরের মধ্যে আমরা শেষ করতে পারবো। পরে ফ্র্যাঞ্চাইজি নিলাম।

’ বাংলানিউজটোয়েন্টিফোর.কম ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।