আমাদের কথা খুঁজে নিন

   

জেমস বন্ড!!!!

[রং=রহফরমড়]ভাবনার ডানা মেলে উড়ছি আমি [গাঢ়]আনাড়ি[/গাঢ়][/রং]

"জেমস বন্ড" মুভিগুলো যখন রিলিজ পায় তখন মনে হয় অন্যান্য মুভি সংশ্লিষ্ট যারা থাকে তারা তাদের মুভি রিলিজের ডেটটা পিছিয়ে দেয়। কারণ জেমস বন্ড রিলিজ পাওয়ার সাথে সাথে বক্স অফিস মাতয়ে ফেলে এবং কয়েক সপ্তাহ সবরকম টপ চার্টের 1 নম্বরে থাকে। সব রকম মশলার মিশ্রণ নিয়ে তৈরী জেমস বন্ড কারো খারাপ লাগার কথা নয়। এ পর্যন্ত মোট ছয়জনকে ব্যবহার করা হয়েছে জেমস বন্ড হিসেবে। স্যার শন কনোরি জর্জ ল্যাজেনবি স্যার রজার মুর টিমোথি ডাল্টন পিয়ার্স ব্রুসনান এবং ড্যানিয়েল ক্রেইগ এবার আমার কথা।

আমার ভাল লাগা জেমস বন্ড গুলো হল স্যার শন কনোরি, স্যার রজার মুর এবং পিয়ার্স ব্রুসনান অভিনীত সব গুলো। জর্জ ল্যাজেনবির টা দেখে মনে হয়েছে আমাদের ইলিয়াস কাঞ্চণও এর চেয়ে অনেক ভাল। টিমোথি ডাল্টনের দুটা দেখ মনে হয়েছে, বাচ্চা ছেলে পাকামো করে বেরাচ্ছে। আর ড্যানিয়েল ক্রেইগ- HE JUST KILLED JAMES BOND এ্যাকশনের বিচারে রজার মুরের গুলোই সেরা। আর রোমান্টিক দৃশ্য এবং বন্ড গার্লদের সাথে বিছানায় শন কনোরি A+ . আর আমার দেখা সেরা জেমস বন্ড হল পিয়ার্স ব্রুসনান।

ভিলেনদের হৃৎপিন্ড কাপানোই বলেন আর বন্ড গার্লদের সাথে বিছানাতেই বলেন ব্রুসনান সবসময়ই A++ . কেন যে একে বাদ দেয়া হল বুঝতে পারলাম না। তবে শন কনোরিকে বাদ দিয়ে যেমন দুটো মুভি পর আবার নেয়া হয়েছিল, তেমনি মনে হয় পিয়ার্স ব্রুসনানকে আবার নেয়া হবে। তবে 2008 এর আগে নয়। কারণ বন্ড এর পরবর্তী মুভিটির জন্য ক্রেইগ মিঞার সাথে চুক্তি স্বাক্ষর হয়ে গেছে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।