আমাদের কথা খুঁজে নিন

   

নাবিক বিহীন গানবোটে ক্ষেপণাস্ত্র সংযোজন করলো মার্কিন নৌবাহিনী

পাইলটহীন বিমানের পর এবার নাবিকবিহীন গানবোটে ক্ষেপণাস্ত্র সংযোজন করলো আমেরিকার নৌবাহিনী। ড্রোনে ক্ষেপণাস্ত্র সংযোজনের প্রায় ১০ বছর পর নাবিকবিহীন গানবোটে ইসরাইলে তৈরি ক্ষেপণাস্ত্র যুক্ত করলো আমেরিকা। গত সপ্তাহে ৩৬ মিটার দীর্ঘ ইঞ্জিনচালিত ছয়টি রণতরীতে এসব ক্ষেপণাস্ত্র স্থাপন করা হয়। আমেরিকা-ইসরাইল যৌথ প্রকল্পের আওতায় এ পদক্ষেপ নেয়া হয় বলে শনিবার জানায় 'ইনডিপেন্ডেন্ট' পত্রিকা। এক সংবাদ সম্মেলনে যৌথ প্রকল্পের বিশেষ অস্ত্র সংক্রান্ত সহকারী প্রকল্প পরিচালক মার্ক মোসেস জানান, "বিশ্বের সাম্প্রতিক ঘটনা প্রবাহের পরিপ্রেক্ষিতে ক্ষেপণাস্ত্রবাহী ছোট বাহনের মোকাবেলায় এ যৌথ প্রকল্প শুরু করা হয়।" দূর নিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্রবাহী গানবোটগুলো তৈরি করেছে ইসরাইলের 'র‍্যাফেল এ্যাডভান্স ডিফেন্স সিস্টেম'। গত সপ্তাহে চালানো পরীক্ষায়, ক্ষেপণাস্ত্র সজ্জিত এসব তরী দিয়ে রাতের আঁধারে ইনফ্রারেড ও নাইট ভিশন ক্যামেরার মাধ্যমে নির্ধারিত লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়। প্রতিটি গানবোট পয়েন্ট ফাইভ ক্যালিবার ভারি মেশিনগানে সজ্জিত ছিল মার্কিন বাহিনী দীর্ঘদিন ধরে পাইলটবিহীন বিমান বা ড্রোন দিয়ে পাকিস্তান ও ইয়েমেনের উপজাতি অধ্যুষিত এলাকায় আকাশপথে নিয়মিত হামলা চালিয়ে যাচ্ছে।#

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।