আমাদের কথা খুঁজে নিন

   

এপ্লাইড ইলেক্ট্রনিক্স

আমি যা বিশ্বাস করি না... তা বলতেও পারি না! Chapter- 1: সিঙ্গেল এবং পলি ফেজ সার্কিটে কন্ট্রোলড্ রেক্টিফায়ার হিসাবে থাইরিষ্টর ১.০ এই অধ্যায়টি পড়ার পূর্বে আমাদের জানা দরকার কন্ট্রোলড্ রেক্টিফায়ার কি? সাধারণ রেক্টিফায়ার হচ্ছে এমন এক ধরনের সার্কিট যার ইনপুটে এ.সি. ভোল্টেজ সরবারহ দিলে আউটপুটে ডি.সি. ভোল্টেজ পাওয়া যায়। আর ‘রেক্টিফায়ার সার্কিট হতে প্রাপ্ত ডি.সি. ভোল্টেজকে যদি ইচ্ছামত নিয়ন্ত্রণ করা যায় তবে তাকে কন্ট্রোলড্ রেক্টিফায়ার বলে। অর্থাৎ, যে রেক্টিফায়ারের আউটপুট (ডি.সি. ভোল্টেজ)কে আমরা ইচ্ছামত নিয়ন্ত্রণ বা কন্ট্রোল করতে পারি তাকে কন্ট্রোলড্ রেক্টিফায়ার বলে। একটি সাধারণ রেক্টিফায়ারকে কন্ট্রোলড্ রেক্টিফায়ারে পরিণত করতে প্রধানতঃ যে সকল থাইরিষ্টর ব্যবহৃত হয় সেগুলো হচ্ছে: ১) SCR: SCR এর পূর্ণ নাম হচ্ছে Silicon Controlled Rectifier। এটা তিন টারমিনাল, চার স্তর ও তিন জাংশন বিশিষ্ট PNPN সেমিকন্ডাক্টর সুইচিং ডিভাইস।

এর তিনটি টারমিনাল হচ্ছে এ্যানোড, ক্যাথোড ও গেট। এর বৈশিষ্টগুলো হচ্ছে- এটি অত্যন্ত দ্রুত গতি সম্পন্ন সুইচ হিসেবে কাজ করে, অল্প মানের ফরোয়ার্ড ভোল্টেজে কাজ শুরু করে বলে এর দক্ষতা অনেক বেশি এবং একই সাথে রেক্টিফাই ও নিয়ন্ত্রণ করতে পারে। এটি অত্যন্ত টেকসই স্থির ডিভাইস এবং আর্ক ও নয়েজবিহীন সুইচ হিসেবে কাজ করে। এছাড়াও এটি ছোট ও হাল্কা বলে ব্যবহারে সুবিধাজনক। ২) DIAC: DIAC এর পূর্ণ নাম হচ্ছে DIode AC Switch।

এটি তিন স্তর ও দুই টারমিনাল বিশিষ্ট বাই-ডিরেকশনাল ডিভাইস যা প্রয়োগকৃত ভোল্টেজের যে কোন পোলারিটির জন্য অফ অবস্থা থেকে অন অবস্থায় সুইচিং করতে পারে। এর বৈশিষ্ট হচ্ছে- এর ব্রেক ওভার কারেন্ট সাধারণতঃ ১০০ মাইক্রো অ্যাম্পিয়ার এবং ব্রেক ওভার ভোল্টেজ ৩০ থেকে ৫০ ভোল্ট। এর কার্যকারিতা প্রয়োগকৃত ভোল্টেজের পোলারিটির উপর নির্ভর করে না। ৩)TRIAC: TRIAC এর পূর্ণ নাম হচ্ছে TRIode AC Switch। এটি তিন টারমিনাল ও পাঁচ স্তর বিশিষ্ট একটি সেমিকন্ডাক্টর সুইচিং ডিভাইস।

ইহা এ.সি.কে কন্ট্রোল এবং উভয়দিকে কন্ডাকশন করতে পারে। এর বৈশিষ্ট হচ্ছে- ইহা প্রজেটিভ এবং নেগেটিভ উভয় গেট ভোল্টেজে চালু হতে পারে। এটি চালু করতে যে এ.সি. ভোল্টেজের প্রয়োজন হয় তা গেটের কারেন্টের উপর নির্ভর করে কারণ, গেট কারেন্ট বেশি হলে ট্রায়াক চালু করতে কম সরবারহ ভোল্টেজের প্রয়োজন হয়। এছাড়া চালু অবস্থায় এর আড়াআড়িতে ভোল্টেজ প্রায় শূন্য থাকায় এতে কোন শক্তি অপচয় হয় না। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.