আমাদের কথা খুঁজে নিন

   

আরও ১টি ই-দর্শন

এইতো! বর্তমানে শহরকেন্দ্রীক শিক্ষিত বাংলাদেশি তরুনরা মূলতঃ দ্বিতীয় প্রজন্মের যাদের পিতা-মাতারা কিছুটা শিক্ষিত এবং যৌবনে শহরে এসে লেখাপড়া, চাকুরি-বাকরি করে তাঁদের সন্তানদের মানুষ করেছেন। এইসব শিক্ষিত তরুনদের বেশির ভাগের দাদা-দাদি কিংবা নানা-নানি ছিলো গ্রাম-কেন্দ্রীক ও মূলতঃ চাষ-বাস করে জীবিকা নির্বাহ করত। প্রথম প্রজন্ম শহরে অস্তিত্বের জন্য যে কোন উপায়েই জীবন গড়ে নিয়েছেন এবং তাঁদের সন্তানদের শিক্ষার আলোয় আলোকিত করেছেন। দ্বিতীয় প্রজন্মের শিক্ষিত এই তরুন অংশটির জন্ম মুক্তিযুদ্ধ পরবর্তীতে। কিন্তু আমাদের রাজনীতিবিদ-আমলা-নীতিনির্ধারকগণ এখনো প্রথম প্রজন্মের।

তাই তাদের মানসিকতা এখনো শিক্ষিত শহুরে প্রজন্মের মত হয় নি এবং তারা তাদের অস্তিত্ব নিয়ে সর্বদা সন্দেহে ও সংঘাতে থাকেন। আগামি দিনের বাংলাদেশ হবে ‘উজ্জ্বল বাংলাদেশ’ যখন এই দ্বিতীয় প্রজন্ম সকল ক্ষেত্রে নেতৃত্বে আসবে । রাজনীতিবিদ ও নীতিনির্ধারক হিসাবে তাদের প্রয়োজনীয়তা এখন সময়ের দাবী। নেতৃত্ব আসতে হবে তাদের মাঝ থেকে, এবং আসবেই। আর তাই আমি অন্যদের মত এতো হতাশ হতে রাজি নই।

কয়েক প্রজন্ম শিক্ষার মধ্য দিয়ে না গেলে প্রকৃত ঔজ্জ্বল্য আসে না, কোন জাতি জাতে উঠে না! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।