আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশের অন্যতম সুন্দর গ্রাম - পাংথুমাই

আমাদের দেশে এমনেতেই অনেক সুন্দর জায়গা আছে । কিন্তু অনেক জায়গা সম্পর্কেই মানুষ এখন পর্যন্ত জানেনা । সেরকমই একটি সুন্দর গ্রামের নাম পাংথুমাই । পাংথুমাই সিলেট জেলার গোয়াইনঘাট থানার পশ্চিম জাফলং ইউনিয়ন এ অবস্থিত । আবার কেউ ভুল করে ভাববেন না যে এটি জাফলং এ অবস্থিত ।

এটি জাফলং থেকে প্রায় ২০-২৫ কিমি দূরে । ভারতের মেঘালয় রাজ্যের পাহাড়ের নিচে , একেবারে সীমান্ত ঘেঁষা এই গ্রামটি আসলেই অসাধারণ । মেঘালয় রাজ্যের সারি সারি পাহাড় , ঝর্না , ঝর্না থেকে বয়ে আসা পানির স্রোতধারা , আর দিগন্ত বিস্তৃত চারণ ভুমি দেখতে পাবেন এই গ্রামটিতে কিভাবে যাবেন - ঢাকা থেকে সিলেট গিয়ে আম্বরখানাপয়েন্ট থেকে সি এন জি ট্যাক্সি নিয়ে বলবেন গোয়াইনঘাট বাজারে থানা সংলগ্ন বাজারে যাবেন । ভাড়া পরতে পারে ৪০০-৫০০ টাকা । সেখান থেকে আপনি আবার ট্যাক্সি নিতে পারেন , নিয়ে বলবেন যে পশ্চিম জাফলং ইউনিয়ন এর পাংথুমাই গ্রাম এ যাবেন ।

ভাড়া পরতে পজাবেন১৫০-২০০ টাকা । পাংথুমাই এ যেখানে দেখবেন পাকা রাস্তা শেষ হয়ে গেছে সেখানে নেমে চারিদিকে ঘুরে দেখলে বুঝবেন জায়গা টা আসলেই অনেক সুন্দর । আরও ছবি ও তথ্য এর জন্য - Amazing Bangladesh - http://www.facebook.com/amazingbangladesh1311 দিগন্ত বিস্তৃত ফসলের মাঠ আর অদুরে মেঘালয় রাজ্যের পাহাড় মেঘালয় রাজ্যের পাহাড় থেকে বয়ে আসা ঝর্নার স্রোত বয়ে গেছে পাংথুমাই দিয়ে দিগন্ত বিস্তৃত চারণ ভুমিতে দেখতে পারবেন ভেড়ার পাল , ঘোড়া , গরু । এখানে রয়েছে একটি খেলার মাঠ । আমার মনে হয় আমার দেখা সবচেয়ে সুন্দর মাঠ এটি ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.