আমাদের কথা খুঁজে নিন

   

মালালা-কে নিয়ে গান

ভাগাড়ের তেলাপোকা চলল সমুদ্র দেখতে সেদিন ঢাকা থিয়েটারের নাটক ‘টেমপেস্ট’ দেখতে দেখতে শিল্পী ফকির আলমগীর অনুরোধ করলেন মালালাকে নিয়ে একটি গান লিখে দিতে। এর আগে এভারেস্টজয়ী মুসা ইব্রাহীমকে নিয়ে আমার একটি ছড়ায় তিনি সুর দিয়ে বিভিন্ন চ্যানেলে গেয়েছেন। সেই বিশ্বাস থেকে তিনি হয়তো চেয়েছেন। আমি ঘরে এসে এক বসায় লিখে ফেললাম গানের মতো কিছু কথা। পরের দিন শ্রুতি রেকর্ডিং স্টুডিওতে গিয়ে রেকর্ড করার সময় ফোন কওে আমাকে সুরও শোনালেন। আজ গানটি গেয়েছেন মাইটিভি-তে। পরশুদিন মঙ্গলবার বিকেল সাড়ে তিনটায় গানটি আবার গাইবেন বিটিভিতে। গানের কথাগুলো এখানে শেয়ার করলাম। শিক্ষার মেয়ে, শান্তির মেয়ে, তোমার তুলনা নাই। সোয়াতের মেয়ে ভগিনী আমার মালালা ইসুফজাই॥ ইসকুলে যেতে চেয়েছিলে তুমি শিক্ষার অধিকার_ রাজপথে তুমি দৃপ্ত হেঁটেছ, প্রতিবাদে সোচ্চার- তোমার সাহস, তোমাকে দিয়েছে বিশ্বের মাঝে ঠাঁই॥ সোয়াতের মেয়ে ভগিনী আমার মালালা ইসুফজাই॥ নারীশিক্ষার পথ রোধ করে_ অশুভ শক্তিধর, হুমকির তোড়ে বন্ধ করেছে প্রিয় ইসকুল-ঘর_ মহিয়সী তুমি, তবুও মালালা, লেখাপড়া ছাড়ো নাই॥ সোয়াতের মেয়ে ভগিনী আমার মালালা ইসুফজাই॥ অশুভের গুলি তোমার মাথায়, কণ্ঠ হয়নি রুদ্ধ_ চেতনার দূত হয়ে তুমি করো দানবের সাথে যুদ্ধ_ তোমার পাশেই দাঁড়িয়েছি আজ পৃথিবীর বোন-ভাই॥ সোয়াতের মেয়ে ভগিনী আমার মালালা ইসুফজাই॥ ফিরে এসো তুমি মানুষের মাঝে, বিবেকের অনুগামী তোমাকে ডাকছে পৃথিবীর বুকে সকল শান্তিকামী দিকে দিকে আজ তোমার জয়ের ধ্বনি যে শুনতে পাই॥ সোয়াতের মেয়ে ভগিনী আমার মালালা ইসুফজাই॥ কথা: ড. তপন বাগচী সুর: ফকির আলমগীর কণ্ঠ: ফকির আলমগীর

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.