আমাদের কথা খুঁজে নিন

   

জেনেটিকালি রুপান্তরিত খাদ্য পরিহার করুন।

উন্নত দেশে ব্যক্তি স্বাধীনতা যে বিজ্ঞানী যে GMO খাদ্য সেবনে স্বাস্থ্য বিপদ হতে পারে তা আবিষ্কার করল, সে হল চাকুরী থেকে অবিলম্বে বহিস্কার, ইতি দলকেও গবেষণা থেকে বাদ দেয়া হোল বুধবার, অক্টোবর 24, 2012 দ্বারা: জোনাথান বেনসন, কর্মীদের লেখক (NaturalNews থেকে পাওয়া সংবাদ) একজন বিখ্যাত ব্রিটিশ প্রাণরসায়ন বিজ্ঞানী যারা বিগত ১৯৯৮ সালে জি এম ও খাদ্অ সম্পর্কে এই রুঢ় সত্য গবেষণার মাধ্যমে বের করেন তার এই ফলাফল কোনো মিডিয়াতে ব্যপকভাবে তিনি ও তার দল প্রকাশ করতে পারেন নি। জেনেটিকালি-রুপান্তরিত অর্গানিজম (GMOs) ও খাদ্য সেবন পাকসথলির মত অঙ্গের ক্ষতি করে, প্রজননগত ক্ষমতাকে ক্ষতিসাধন করে। জি এম ও খাদ্য পাচক ক্রিয়াপদ্ধতি, অক্ষমতা, অনাক্রম্যতা, এবং ক্যান্সার রোধ ইত্যাদি ভাল গুনের অধিকারি বলে প্রচারনা চালালেও এটা এই বৃটিশ প্রানরসায়নবিদ ভুল প্রমানিত করা হলে অবিলম্বে তার পেশা থেকে বহিস্কার করা হয়, এবং তার গবেষক দলকে ও অব্যহতি দেয়া হয়। Arpad Pusztai প্রানরসায়নবিূদ , যিনি বিশ্বের সবচেয়ে সম্মানিত এবং ভাল-শিক্ষাপ্রাপ্ত biochemists একজন, তার কাজ ছিল তিন বছরে জি এম ও এর মাধ্যমে প্রস্তুতকৃত GM আলু সেবনে স্বাস্থ্য কি প্রভাব হয় তা গবেষণা করে ফলাফল প্রকাশ করা। স্কটল্যান্ড এর মর্যাদাপূর্ণ Rowett রিসার্চ ইনস্টিটিউট (RRI) গবেষকরা একটি দলের নেতৃত্বে এই প্রানরসায়নবিদের আবিষ্কার করেন যে, জিএম ও তে রুপান্তরিত আলু সেবনে ইঁদুরের স্বাস্থ্যের ক্ষতি গুরুতর লক্ষ করা যায়।

যে উদ্বেগ এই প্রানরসায়নবিদ মিডিয়াতে ও দ্রুত জনস্বাস্থ্য জানানোর ব্যবস্থা .করেছিলেন। এই জিন-ক্ষতিগ্রস্ত আলু মধ্যে সৎ মূল্যায়নের প্রশংসিত হওয়ার পরিবর্তে Pusztai এবং তার সহকর্মীরা শিল্প সমর্থিত সরকার কর্তৃপক্ষ তাড়িত ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার, ঠিক গোপনে কয়েক ঘন্টা পরেই Pusztai ও RRI কে অবিলম্বে তার অবস্থানে থেকে বহিস্কার করা হয়। আর এই ক্ষতিকারক বিষয়ে জনগনকে আর জানতে দেয়া হয়নি। কারন গবেষণঅর অর্থ যুগিয়েছিলেন জি এম ও প্রস্তুতকারি প্রতিষ্ঠান। একই সময়ে মিশরের আউট রিসার্চ একই ধরনের ফলাফল পাওয়া যায় - GMOs গুরুতর, দীর্ঘমেয়াদী স্বাস্থ্য ক্ষতি করে।

মিশরেও Hussein Kaoud দ্বারা স্বাধীনভাবে অনুরূপ গবেষণা রিপোর্ট প্রকাশ করা হয়। কায়রো বিশ্ববিদ্যালয় এর পশু স্বাস্থ্য অনুষদ থেকে গবেষণা রিপোর্টটি সম্প্রতি GMOs খাদ্যের শরীরের উপর প্রভাব সম্পর্কে, আবিষ্কার করেন যে GM খাদ্য, আলু, ভূট্টা, ইঁদুরের নয়টি দলকে খাওয়ানো, এবং পরে canola খাওয়ানোর পর, Kaoud এবং তার দল পর্যবেক্ষণ করেন যে পরিষ্কারভাবে এইসব জেনেটিক poisons পশুদের স্বাভাবিক কার্যকারিতা ব্যাহত করে, যা Pusztai এর গবেষণাই সমর্থন করে। Kaoud এর ক্ষেত্রে, তার যুগান্তকারী ফলাফল শীঘ্রই বহুল প্রচলিত পত্রিকা Neurotoxicology এবং পরিবেশ বিষাক্ততাবিদ্যা মধ্যে প্রকাশিত হয়. কিন্তু এটি এখনও কিনা বা বৈজ্ঞানিক সম্প্রদায়ের জন্য অত বড় হয়নি, যা এই সব জৈবপ্রযুক্তি স্বার্থের দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত হতে দেখা যাবে। আর রাজৈতিক বলয়েও কাউদ এর এই গবেষণার ফলাফল গুরুত্ব আাকারে সমর্থিত হবে তা নিয়েও সংশয় রয়েছে। অবশ্যই এই সবই স্পষ্টভাবে প্রকাশ করে, যে আধুনিক বিজ্ঞান খুব কমই স্বাধীন।

আধুনিক বিজ্ঞানকে সত্য অনুসন্ধানে খুব কমই উৎসাহিত করা হয়। জি এম ও খাদ্যের বিষয়ে আরও সত্য এই যে, যত গবেষণাই জি এম ও সন্মন্ধে বের হোক না কেন ঐ সকল ফলাফলে কিছু কিছু প্রতিষ্ঠানের সত্য চাপা দেবার জন্য প্রভাব বিস্তারের ঘটনা ঘটতেই থাকবে। (গুগলের অনুবাদ সাহায্য নেয়া ও কিছু লেখক কর্তৃক সম্পাদিত) বিস্তারিত এইখানে হালকা গুতা দিন। এইখানে হালকা গুতা দিন। ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.