আমাদের কথা খুঁজে নিন

   

রানা পালিয়ে যেতে পারলে সবচেয়ে বেশী খুশি হত বি,এন,পি।

لا إله إلا الله محمد رسول الله দুনিয়ার যত ভাষা আছে সব ভাষার অভিধানে একটি শব্দ আছে "র্দুঘটনা" এখানে মানুষের কোন হাত থাকেনা, তবে কোন কোন র্দুঘটনার জন্য মানুষের অবেহেলা দায়ী। রানা প্লাজা ধ্বসের জন্য সম্পূর্ণ দায়ী মানুষের অবহেলা, কারণ এটি একটি অবেহেলা জনিত র্দুঘটনা, এই মারাত্বক ট্রেজেডির জন্য দায়ী শুধু রানা প্লাজার মালিক সোহেল রানা নয়, এর পেচনে রয়েছে অনেক মানুষের সম্পৃক্ততা, ১) ঐ এলাকার স্থানীয় প্রশাসন, ২) ভবন নির্মানের প্রকৌশলী। ৩) র্গামেন্টসের মালিকগণ। ৪) ভবন নির্মাণের অনুমতি দাতা প্রতিষ্টান। ৫) ভবনের নিজস্ব মালিক।

স্বাভাবিক ভাবে যখন কোন র্দুঘটনা ঘটে সবার উচিত যতদুর সম্ভব র্দুঘটনা কবলিত এলাকায় বা জায়গায় গিয়ে উদ্ধার কাজে অংশ নেওয়া ও অন্যকে উদ্ধার কাজের জন্য উৎসাহ দেওয়া। কিন্তু আমাদের জাতির জন্য অতি পরিতাপ ও দুঃখ জনক ব্যাপার হলো কিছু মানুষ নিজে ব্যাক্তিগত ভাবে উদ্ধার কাজে অংশ নেয়নি বরং র্দুঘটনার পর পর কি ভাবে ঐ র্দুঘটনা হতে রাজনৈতিক ফায়দা আদায় করা যায়, তা নিয়ে চিন্তিত ও ব্যস্ত হয়ে যায। আমি ঘবেষণা করে দেখেছি এই রানা প্লাজা বিধ্বস্ত হবার পেচনে সম্ভব্য ৫টি প্রতিষ্টান ও ব্যাক্তির অবেহেলার কারণ হতে পারে। কারণ গুলো আমি আবারো উল্লেখ করতেছি। ১) ঐ এলাকার স্থানীয় প্রশাসন, ২) ভবন নির্মানের প্রকৌশলী।

৩) র্গামেন্টসের মালিকগণ। ৪) ভবন নির্মাণের অনুমতি দাতা প্রতিষ্টান। ৫) ভবনের নিজস্ব মালিক। ঐ রানা প্লাজা বিধ্বস্ত হবার পর পর বি,এন,পির কিছু শীর্ষ রাজনৈতিক নেতারা ৫ টি অপশনের মাঝে শুধু মাত্র ১ টি অপশন নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। আর সেটি হলো ঐ রানা প্লাজার মালিক সোহেল রানা।

এখানে একটি ব্যাপার খুবই লক্ষণীয় ছিল বি,এন,পি নেতা, নেত্রী, কর্মী, সমর্তক সবাই রাজা প্লাজার মালিকের শাস্তি,তাকে গ্রাফতার, রানার ব্যক্তিগত পরিচয়, বাবার নাম, রানার ব্যাক্তিগত চরিত্র আচারণ নিয়ে কোন আলোচান সমালোচান কিছু করেনা নি, শুধু মাত্র রানার রাজনৈতিক পরিচয় খুজতে ব্যস্ত হয়ে পড়েন। বি,এন,পির আচারণ দেখে মনে হলো , বি,এন,পি রানা প্লাজার মালিককের শাস্তি ও গ্রাফতারের বা ব্যাক্তি রানার প্রতি ঘৃণা প্রকাশের পরিবর্তে রানার রাজনৈতিক পরিচয় খুজতে ও তা মিডিয়ার সামনে প্রকাশে করতে বেশী উৎসাহী ছিল। এখনো প্রশ্ন হলো রানা প্লাজা বিধ্বস্ত হবার পেচনে দায়ী কোনটি। ১) সোহেল রানার ব্যাক্তিগত চরিত্র। ২ ) সোহেল রানার রাজনৈতিক চরিত্র।

এখন শেষ পর্যন্ত খোঁজ নিয়ে ও তদন্ত করে দেখা যায় রানা প্লাজার নির্মান কাজে সহযোগিতা ও নির্মাণ কাজের ছাড়পত্র জন্য দায়ী ছিল ঐ সাভার পৌরসভার মেয়র মোহাম্মদ রেফাতউল্লাহ । ঐ মেয়র রেফাতউল্লাহ রানা প্লাজার নির্মানের প্রশাসনিক সহযোগিতা দিয়েছিল। আর ঐ মেয়র হলো বি,এন,পির একজন স্থানীয় প্রভাবশলী নেতা। বি,এন,পি এখন সেই রেফাতউল্লাহ ব্যাপারে কি ব্যাবস্থা নিবে বা কি বক্তব্য দিবে? সরকারের ভাগ্য ভাল সোহেল রানা পালিয়ে যেতে পানেনি, সরকার ও প্রশাসন দ্রুত তাকে গ্রাফতার করতে সক্ষম হয়েছেন, যদি রানাকে গ্রাফতার করা সম্ভব না হত দেশে বি,এন,পি একটি মারাত্বক তান্ডব চালাতো তা ১০০% পরিষ্কার ছিল। অপর দিকে রানার গ্রাফতার বি,এন,পির জন্য ছিল খুবই হতাশার খবর, কারণ তারা এটিকে আর রাজনৈতিক ভাবে এগুতে পারেনি ও রাজনৈতিক ইস্যু তৈরীতে ব্যর্থ হয়েছেন।

এমন কি দেশে একটি নৈরাজ্য আর বিশৃঙ্কলা করা জন্য তারা ২ মে হরতালের আহ্বান করেছিল, রানা প্লাজা ধ্বসের সাথে সাথে বি,এন,পির স্থায়ী কমিটি জরুরী বৈঠকে মিলিত হয়। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.