আমাদের কথা খুঁজে নিন

   

ছোট আব্বুর পাকা চুল এবং রিং চিপস্‌

ইহিহিহি!!! চুল এখন আর বয়স মেনে পাকে না,এটা সবাই জানে।আমার ছোট আব্বুর(ছোট চাচা)মাত্র চব্বিশে(বয়সটা পুরোপুরি ঠিক নাও হতে পারে) চুল পাকা শুরু করল ছোট আব্বু একদিন আমাদের দু বোনকে এসে বললেন''তোরা দুজন মিলে আমার পাকা চুল তুলে দে" প্রথমে অবাক হয়ে পরে জিজ্ঞেস করলাম,"তাহলে কি দিবেন আমাদের?" চুল প্রতি আট আনা....ছোট আব্বুর প্রস্তাব।আমরা রাজি। শুধু হাত অথবা পাকা ধান দিয়ে রীতিমত কম্পিটিশন করে পাকা চুল তোলাকয়টা চুল তুলতাম মনে নেই,তবে ছোট আব্বু প্রায়ি আমাদের রিং চিপস্‌ কিনে দিতেন চুল তোলা শেষ হলে।আর আমরা দুবোন সেই চিপস্‌ খেতাম বিছানার নিচে ঢুকে,কাউকে না দেয়ার জন্য মে বি............ লেখার পর মজা লাগছে না,কিন্তু আমরা এখনো হাসাহাসি করি এটা নিয়ে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।