আমাদের কথা খুঁজে নিন

   

অন্ততঃ এইটুকু থাক........

আজকাল মশার কয়েল দিয়ে যেমন মশা মরে না ঠিক তেমনি আমার ব্লগিং দিয়ে এই দেশের কোনো উপকার হবে না :D সরু হয়ে যাচ্ছে দীর্ঘ নদী, সম্ভাবনা বেচে থাক - দূরে সরে যাচ্ছে চাঁদ, তবু সম্ভাবনা বেঁচে থাক - তীক্ষ্ণতা হারাবে প্রিয়তম স্মৃতি, মরচে পড়া তলোয়ার, ধারালো আঘাত তাও বেঁচে থাক বুকে সম্ভাবনার এক দীর্ঘ নিঃশ্বাস : বেঁচে থাক, অন্ততঃ এইটুকু থাক… বোমারু বিমানের মত রমনীরা একে একে বেরিয়ে পড়ছে জেটি থেকে, প্রথাগত বোধ ; ফিরে আসবে একদিন, সেই সম্ভাবনা থাক - তুর্কি তরুনীরা সীসা লাউঞ্জ ছেড়ে আবার ধরবে একদিন প্রেমিকের হাত নদীর কিনারে, বুকের বুলেটগুলো পারস্য গোলাপের গন্ধ ছড়াবে সেই সম্ভাবনা বেঁচে থাক - আর সব ঝরে যাক, পাখির পালকের মত হরিৎ হৃদয় বাস্তু-ভিটা, মানবিক সম্পর্ক, দেশলাই কাঠি : শুধু একটুখানি সম্ভাবনা থাক - ফিরে আসার…

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.