আমাদের কথা খুঁজে নিন

   

হাঁটলেই চার্জ হবে সেলফোন!

Good decision comes from experience, but experience comes from the bad decision.........so don't worry go ahead and learn from them. হাঁটা-চলা থেকে উৎপন্ন হবে বিদ্যুৎ। আর এই বিদ্যুতে চার্জ হবে সেলফোনের ব্যাটারি। সেলফোন চার্জে এমন প্রযুক্তি নিয়ে এসেছে নির্মাতা প্রতিষ্ঠান এন-পাওয়ার পিইজি [পারসোনাল এনার্জি জেনারেটর]। তারা তৈরি করেছে একটি বিশেষ ডিভাইস_ যা মানুষের হাঁটা-চলার সময়ের গতি শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম। মূলত একটি ভর, স্প্রিং এবং পরিচলন কয়েল দিয়ে তৈরি করা ডিভাইসটির মূল কেন্দ্রবিন্দু জুড়ে আছে একটি মাত্র ব্যাটারি। তাই যত জোরে হাঁটা যাবে তত বেশি বিদ্যুৎ এসে জমা হবে ব্যাটারিতে। সবচেয়ে বড় কথা এটি নিজে থেকেই চার্জ হতে পারে। গবেষকদের মতে, এক মিনিট হাঁটলে যে বিদ্যুৎ পাওয়া যাবে তা দিয়ে একটি গান শোনা যাবে। প্রতিটি ডিভাইসের দাম ধরা হয়েছে ২০০ ডলার ভালো লাগলে লাইকান>>>>>>>>>>  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।