আমাদের কথা খুঁজে নিন

   

বৃদ্ধা মা নাকি ব্যস্ততার অজুহাত ????

মনে যদি অনেক দুঃখ থাকে একটা কাজ করতে পারেন , হয় গান শুনবেন ( সফ্ট মেলডিয়াস হলে ভাল হয় ) অথবা প্রিয় কোন জায়গায় একাকী হাঁটতে পারেন ৷ মনটা কিছুটা হলেও ভালো হতে পারে আবার আরো বেশি খারাপ হয়ে যেতে পারে । তবে যা ই পান না কেন কিছু একটা অনুধাবন করতে পারবেন । ভালোভাবে লিখতে পারিনা , ব্লগার ভাইবোনেরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন । খুব কাছ থেকে দেখা অভিজ্ঞতার একটা কথা বলি -- ছয়টা সন্তানকে কোলেপিঠে করে কত কষ্টেই না মানুষ করলেন , নিজে না খাইয়ে তাদের খাইয়েছেন , সামান্য দুঃখের ছোঁয়া লাগতে দেননি । গ্রামের স্কুল মাষ্টার হওয়াতে এত অর্থবিত্ত ছিলনা তারপর ও ছেলেদের পাবলিক বিশ্ববিদ্যলয়ে পড়িয়েছেন ।

আজ সন্তানরা প্রতিষ্ঠিত । পরিবার পরিজন নিয়ে ভীষন ব্যস্ত । বাবা মারা গেলেন কয়েক বছর হল , মা বাড়িতে একা । খুব কষ্টে যায় উনার দিনকাল । অথচ কোন ছেলের আজ মাকে দেখার সময় নেই ।

কি অদ্ভত নিয়তি !!! এর ই মধ্যে আবার এক মেয়ে স্বামীর ঘর থেকে হলো বিতাড়িত !! এসে উঠল মায়ের কাঁধে , মৃত স্বামীর পেনশনের টাকায় কয়েকটা মুখের অন্ন যোগানো অনেকটা কষ্টসাধ্য হয়ে দাঁড়াল । অথচ সেই ভাইদের এই কথা শুনার সময় নেই ( দু একজন বাদে ) ঈদ আসন্ন । মা বেঁচে থাকাতে এখনো কুরবানিটা বাড়িতেই হয় । যদিও তাদের অনেক কষ্ট হয় তারপর ও কুরবানিটা বাড়িতে হ্য় মায়ের কারণেই । কত অধীর আগ্রহে বৃদ্ধা বসে থাকেন নাতি নাতনি আসবে , ছেলে ছেলের বৌ আসবে ।

কিন্তু লাট সাহেবা বৌদের আর বাড়ি আসার সময় হয়না আর নাতি নাতনি তো দূরের কথা দু একজন ছেলে যায় তা ও মায়ের মন রক্ষার জন্য । --------- খুব খারাপ লাগল বিষয়টা দেখে কি পরিমাণ কষ্ট নিয়ে বেঁচে আছেন সেই বৃদ্ধা । অন্তত ঈদের দিনটা ও কি পরিবার নিয়ে বাবা মার সাথে কাটানো যায়না ???? ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.