আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশের পক্ষে প্রথম এভারেস্ট শৃঙ্গ জয়ী এম এ মুহিত!!!

নেশার লাটিম ঝিম ধরেছে চোখের তারায় রঙ জমেছে এখন কোন দুঃখ নেই নেই কোন ভাবনা এমনি করেই দিন যদি যায়, যাকনা. [এভারেস্ট জয়ের পর হাস্যজ্জল মুহিত] চন্দ্রাবতী একাডেমি প্রকাশিত এক সংকলনে সম্প্রতি ‘বাংলাদেশের মানুষ আজ হিমালয়ে উঠে দাঁড়িয়েছে’ শিরোনামের একটি প্রবন্ধ প্রকাশিত হয়। ইনাম আল হকের লেখা ঐ প্রবন্ধে বলা হয়, বাংলাদেশের পক্ষে প্রথম এভারেস্ট শৃঙ্গ জয় করেন এম এ মুহিত। ১২৫ জন লেখকের প্রবন্ধ নিয়ে প্রকাশিত সকালবেলার পাখি নামের এই গ্রন্থটিতে ভারত ও বাংলাদেশের লেখকদের লেখা সংকলিত হয়েছে যাদের মধ্যে রয়েছেন অধ্যাপক আনিসুজ্জাআমান, হায়াত মামুদ, সুনীল গঙ্গোপাধ্যায়সহ অনেকেই। এই গ্রন্থে ‘বাংলাদেশের মানুষ আজ হিমলায়ে উঠে দাড়িয়েছে’ নামে এই প্রবন্ধটি লেখেন পর্বতারোহীদের আরেকটি সংগঠন বাংলা মাউন্টেনিয়ারিং ক্লাবের সভাপতি ইনাম আল হক। বহুবার চেষ্টা করেও প্রবন্ধকার ইনাম আল হকের সাথে কথা বলা সম্ভব হয়নি।

তবে গ্রন্থটির একজেন সম্পাদক রহিম শাহ বলছেন, পুরা বিষয়টি সচেতনভাবেই ছাপানো হয়েছে এবং তিনি প্রথম এভারেস্ট জয়ী হিসেবে মুসা ইব্রাহীমের অবস্থান নিয়েও প্রশ্ন তোলেন। তিনি বলেন এ সংক্রান্ত তথ্য-প্রমাণ তাদের কাছে রয়েছে এবং শিগগিরই তা জনসমক্ষে তুলে ধরা হবে। একই সঙ্গে আইনি লড়াইও চালিয়ে যাওয়ার কথা বলেন মি. শাহ। তবে পেশায় সাংবাদিক মুসা ইব্রাহীম এসব অভিযোগকে ভিত্তীহীন এবং দু:খজনক বলে মন্তব্য করেন এবং এতে তার নিজের ও দেশের সম্মানহানির আশঙ্কা প্রকাশ করেন। চন্দ্রাবতী একাডেমি প্রকাশিত এক সংকলনে সম্প্রতি ‘বাংলাদেশের মানুষ আজ হিমালয়ে উঠে দাঁড়িয়েছে’ শিরোনামের একটি প্রবন্ধ প্রকাশিত হয়।

ইনাম আল হকের লেখা ঐ প্রবন্ধে বলা হয়, বাংলাদেশের পক্ষে প্রথম এভারেস্ট শৃঙ্গ জয় করেন এম এ মুহিত। ১২৫ জন লেখকের প্রবন্ধ নিয়ে প্রকাশিত সকালবেলার পাখি নামের এই গ্রন্থটিতে ভারত ও বাংলাদেশের লেখকদের লেখা সংকলিত হয়েছে যাদের মধ্যে রয়েছেন অধ্যাপক আনিসুজ্জাআমান, হায়াত মামুদ, সুনীল গঙ্গোপাধ্যায়সহ অনেকেই। এই গ্রন্থে ‘বাংলাদেশের মানুষ আজ হিমলায়ে উঠে দাড়িয়েছে’ নামে এই প্রবন্ধটি লেখেন পর্বতারোহীদের আরেকটি সংগঠন বাংলা মাউন্টেনিয়ারিং ক্লাবের সভাপতি ইনাম আল হক। বহুবার চেষ্টা করেও প্রবন্ধকার ইনাম আল হকের সাথে কথা বলা সম্ভব হয়নি। তবে গ্রন্থটির একজেন সম্পাদক রহিম শাহ বলছেন, পুরা বিষয়টি সচেতনভাবেই ছাপানো হয়েছে এবং তিনি প্রথম এভারেস্ট জয়ী হিসেবে মুসা ইব্রাহীমের অবস্থান নিয়েও প্রশ্ন তোলেন।

তিনি বলেন এ সংক্রান্ত তথ্য-প্রমাণ তাদের কাছে রয়েছে এবং শিগগিরই তা জনসমক্ষে তুলে ধরা হবে। একই সঙ্গে আইনি লড়াইও চালিয়ে যাওয়ার কথা বলেন মি. শাহ। তবে পেশায় সাংবাদিক মুসা ইব্রাহীম এসব অভিযোগকে ভিত্তীহীন এবং দু:খজনক বলে মন্তব্য করেন এবং এতে তার নিজের ও দেশের সম্মানহানির আশঙ্কা প্রকাশ করেন। Click This Link  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.