আমাদের কথা খুঁজে নিন

   

"গান্ডু "-একটা অশ্লীল রিভিউ ।প্রাপ্তবয়স্ক এবং প্রাপ্তমনস্ক দের জন্য ।

এই রিস্কা ....এখান থেকে পরলে মরে যাব ? ঠিক কতটা উচুতে উঠলে পরে মরে যাবার ভয় থাকে আর ঠিক কতটা নিচে নামলে উঠে দাড়ানোর সাহসটাই হারিয়ে যায় ,এই সীমারেখা টা মনে হয় ব্যক্তিগত ,যা আমাদের জীবন চালিত করে । সম্রাট নেপোলিয়ান বেশ্যা পল্লী তে যেতে পারেন ,তারপর সঙ্গম কার্য হয়ে যাবার পর টাকাটা যৌন কর্মীর স্তনের খাজে গুজে দিতে পারেন ,আইনস্টাইন নিজের বোন্ কে বিবাহ করতে পারেন ,সয়ং ভগবান কিম্বা আল্লাহের নবী গন্ডায় গন্ডায় বিবাহ করতে পারেন .....নিদেন পক্ষে পাড়ার সবচেয়ে ধনী ব্যক্তিটি কাজের লোকের সাথে মত্ত হতে পারেন । আপনি পারেন কি ? নাকি আপনার ঠিকানা কম্পিউটার স্ক্রীনে ছোট করে রাখা নীল ছবি আর কানে হেডফোন ...আর তারপর "আপনা হাত জগন্নাথ"এর দিকে আশ্রয় নেন । তাই যদি হয় ,তাহলে জেনে রাখুন আপনি একজন গান্ডু । কি লজ্জা পেলেন ? লজ্জার কিছুই নেই এই শহরে আপনার আসে পাশে হাজার একটা গান্ডু ঘোরাফেরা করছে ।

কি বললেন ....গান্ডু দের চিনতে পারেন না ? পারবেন না তো । আপনি গান্ডু কি সাধে ?ওই যে দেখুন রেমন্ডের সুট গায়ে আপনার বস !!উনিও নিতান্তই একজন গান্ডু । শুধু মুখোশ টা একটু অন্যরকম । হে হে ....ভাবছেন আপনার বাবা গান্ডু কিনা ? আরে আপনার মতো গান্ডু কে জন্ম দিয়েছে সে কিভাবে মহাপুরুষ হবে ? হুম ..ঠিক ধরেছেন আপনার ছেলেও গান্ডু হবে । আপনি হয়ত হাসপাতালে অনেক নিস্পাপ শিশু দেখেন ...বিশ্বাস করুন আসলে ওরা গান্ডু ।

রাষ্ট্রযন্ত্র ষড়যন্ত্র ধৃতরাষ্ট্র অন্ধ পাপের টাকায় পেট ভরাস ...কারখানা যে বন্ধ জন্ম নিল শিশু ...কলকাতার যিশু !!-সিদ্ধার্থ. তারপর কবি কল্পনা করতেই পারেন স্টেটবাসের জানালায় মুখ রেখে একবার আকাশ দেখি, একবার তোমাকে । ভিখারি-মায়ের শিশু, কলকাতার যিশু, সমস্ত ট্রাফিক তুমি মন্ত্রবলে থামিয়ে দিয়েছ । -নীরেন্দ্রনাথ নাহ নাহ !! কবি মশাই ...এ আপনার ভ্রম । সমস্ত ট্রাফিক একদিন তার দিকে চড়াও হবে ...তাকে বাধ্য করবে ... একজন গান্ডু হতে । পরিচালক কৌশিক যিনি নিজেকে Q বলে পরিচয় দিতেই বেশি ভালবাসেন ..তিনি শহরের এই গান্ডু দের নিয়েই একটি ছবি বানিয়েছেন যার নাম "গান্ডু"।

গল্পের মুখ্য চরিত্রে একজন কিশোর । পাড়ার ছেলেরা তাকে গান্ডু বলেই ডাকতে বেশি ভালবাসে । গান্ডু একজন rapper । সে rap লেখে ,বিড়ি খায় ,আর স্বপ্ন দেখে । স্বপ্ন দেখে একজন বড় rapper হবার ।

তার rap তার জীবনের কথা । যেমন - তোমার ঘরের অন্ধকারে ঘাপটি মেরে আমি তোমার পায় ভালবাসা ,আমার পায় বমি .... ......... ...ভেগে যাবে ভোগে যাবে বোকাচোদা যত শুয়োরের বাচ্চা চারিপাশে দেখেলাম তো কত তোমার ঘরের অন্ধকারে ভাবি আমি বসে কবে তোমার মুখ থেকে মুখোশ পড়বে খসে !!? মুখোশ খসে পরবার কোনো ভয় নেই । মুভি টা এখানে মুক্তি পায় নি । বিদেশে প্রশংসা পেয়েছে কিন্তু তাই বলে এখানে ..আমরা সভ্য না? তাই Real Slim Shady.... রা এখানে মুখোশের নিচে থাকতেই ভালবাসে । যাইহোক এই ৮৫ মিনিটের মুভি টি সাদাকালো ।

শুধুমাত্র ৫ মিনিটের একটি দৃশ্য রঙিন । দৃশ্যটি একজন একজন যৌনকর্মীর সাথে গন্ডুর মিলনের । গান্ডুর মানুষ হবার দৃশ্য । আর হাতের দরকার নেই ,আর কল্পনার দরকার নেই ,ভালো ছেলে হবার প্রয়োজন ফুরিয়েছে । অরুনাভ ,কমলিকা ,ঋতুপর্ণা সবাই নিজের চরিত্রে যথাযথ ।

ক্যামেরার ব্যবহার ,আলোর মাত্রা ,পরিচলনার মুন্সিয়ানা মুভি টাকে আগামী প্রজন্মের মুভি তে পরিনত করেছে । পরিচালক কৌশিক কে নিয়ে নতুন কিছু বলার প্রয়োজন নেই । তার ডাকুমেন্টারি ফ্লিম "লাভ ইন ইন্ডিয়া "যারা দেখেছেন তারা জানেন তার পরিচালনার সম্পর্কে । "cinema is the highest form of commercial art" কথাটা বলেছিলেন সত্যজিত রয় । দুর্ভাগ্যের কথা তার পথের পাঁচালী প্রথম প্রথম ব্যবসায়িক সাফল্যের মুখ দেখে নি ।

বিশ্বাস করি ,উনি যদি এই প্রজন্মের হতেন তবে অবশ্যই গন্ডুর মতো ছবি বানাতেন । সব দিক থেকে মুভি টাকে একটা বিপ্লব বলা যায় । দেড় ঘন্টার কাছাকাছি সময় ব্যয় অপব্যয় মনে হবে না । জীবনে ভয় হয় ,বেশ্যা পল্লীর পাশ দিয়ে যাবার সময় ,পার্টিতে গোগ্রাসে মদ খাবার সময় ,মেট্রোতে ফাকা পেয়ে প্রেমিকাকে চুম্বন করবার সময় , উলঙ্গ হয়ে গোয়ার বিচে শুয়ে থাকবার সময় ...হুম !!প্রশ্নটা খচখচ করতে থাকে - এই রিস্কা ....এখান থেকে পরলে মরে যাব নাতো ? ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২৪৪ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।