আমাদের কথা খুঁজে নিন

   

ভাল আর মন্দ দেশ (ব্যক্তিগত অভিমত)

মুক্ত আকাশ দেখব বলে বয়ে চলা। আকাশ কেন মুক্ত হয় না। পড়ালেখার সুবাদে পৃথিবীর বিভিন্ন দেশ দেখার সুযোগ ও সৌভাগ্য হয়েছে আমার। এতো ভাল লেগেছে বলার মত নয়। বিশ্ববিদ্যালয়ের বন্ধুদের সাথে বাইরের দেশ দেখার মজা ব্যাখ্যা করে বলার মত না।

আমার সাথে সবাই একমত হবেন অবশ্যই। সত্যি কথা বলতে কি স্টাডি ট্যুরে ভারত, নেপাল, চায়না ভ্রমন আমার জীবনের সবচেয়ে স্মরনীয় ঘটনা। মজা হয়েছে, ঝগড়া হয়েছে আবার মিলও হয়েছে। তো যা বলছিলাম বিভিন্ন দেশের বিভিন্ন ভাষার মানুষের সাথে মিশার সুযোগ হয়েছে। বেশির ভাগ ক্ষেত্রেই ভাল অভিজ্ঞতা হয়েছে, খারাপটাও ফেলে দেবার মতো নয়।

সে যাই হউক ভাল-মন্দ নিয়েইতো আমাদের দৈনন্দিন পথ চলা। পড়ালেখা আর কর্মক্ষেত্র বা দৈনন্দিন পথচলায় বিভিন্ন দেশের শিক্ষিত শ্রেনী’র মানুষদের মাঝে কথায়, আচরনে, ব্যবহারে, আতিথেয়তায়, আপ্যায়নে, জ্ঞানে, সততায় ইত্যাদি নানান বিষয়ে যাদেরকে ভাল মনে হয়েছে আর যাদেরকে মন্দ মনে হয়েছে তাদের একটা লিষ্ট করেছি। হয়তঃ আপনাদের অনেকের পছন্দ হবে না আবার অনেকের সাথে মিলেও যেতে পারে। এটা একান্তই আমার ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি। (বাংলাদেশ, ইউএসএ, রাশিয়া, জাপান, ফ্রান্স, জার্মান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, ভিয়তনাম, চীন, দক্ষিন কোরিয়া, কাজাকস্থান, উজবেকিস্থান, তুরস্ক, মিয়ানমার, থাইল্যান্ড, দক্ষিন আফ্রিকা, আয়ারল্যান্ড, কানাডা এই ২৩টি দেশের মাঝে ২১টি দেশের মানুষদেরকে তালিকায় আনা হয়েছে।

বাংলাদেশ আর দক্ষিন কোরিয়াকে তালিকা থেকে বাদ রাখা হয়েছে। বাংলাদেশে আমার জন্ম তাই বাংলাদেশে এই তালিকাতে আনার প্রয়োজন মনে করছি না আর দক্ষিন কোরিয়াতে আছি দীর্ঘদিন তাদের সকল শ্রেনীর মানুষের সাথে মিশেছি তাই তাদেরটাও বাদ দিয়েছি)। (মনে রাখতে হবে যাদেরকে নিয়ে আমার এই গবেষণা (মানে লেখা) তারা সবাই শিক্ষিত শ্রেনীর। মানে মাস্টার্স/পিএইচডি’র ছাত্র/ছাত্রী, চাকুরীজীবি, বিজ্ঞানী, প্রফেসর, গবেষক ইত্যাদি)। যেই দেশের মানুষদের মন্দ মনে হয়েছেঃ ১।

পাকিস্তান (কোন যুক্তি দেখানোর প্রয়োজন নাই। আপনারাও বলবেন যদি মেশেন। তারা মনে করে বাংলাদেশীরা মডারেট মুসলিম আর প্রথম পরিচয়ে (নাম জিজ্ঞেস করারও আগে অনেক ক্ষেত্রে) তাদের প্রশ্ন হলো—আপনার ধর্ম কি?)। ২। রাশিয়া/কাজাক/উচবেক (এই তিন দেশের মানুষের আচরন প্রায় এক।

ভীষণ রকম রেসিস্ট, আগে গায়ের রঙ পরে অন্য কিছু)। ৩। চীন (আমার মনে হয় ব্যাখ্যা করার দরকার নেই। কোনদিন যদি চায়নিজরা সুপার পাওয়ার হয় তাহলে দুনিয়ার খবর আছে)। ৪।

ভিয়েতনাম (এদেরকে দেখেছি ঝামেলা পছন্দ করে। কোন কিছু হলেই ঝগড়া করতে এগিয়ে আসে)। ৫। ভারত (এরা মনে করে ভারত হচ্ছে আমেরিকার মতো ধনী আর বাংলাদেশ হচ্ছে আফ্রিকার কোন দেশ, অথচ এদের যে কোটি কোটি মানুষ খোলা আকাশের নীচে প্রাকৃতিক কর্ম সারে এটা বিশ্বাস করতে চায় না, ঢেকে রাখতে চায় আর এদের মতো কৃপণ আর চাপাবাজ দূনিয়াতে পাওয়া মুস্কিল)। যে দেশের মানুষদের ভাল লেগেছেঃ ১।

জাপান (তালিকায় ১ নম্বরে রাখতে কোন চিন্তা করতে হয়নি। লিস্টের নাম মনে আসার সাথে সাথে তাদের নাম মনে আসে আমার। তাদের ধারে কাছে কেউ নেই। এতো বিনয়ী, এতো ভদ্র খুব কম জাতির মানুষদের দেখেছি। তাদেরকে দেখলে মনে হয় জাতি হিসেবে তাদের উন্নতি না করার কোন কারন নেই)।

২। কানাডা (যে ক’জনকে দেখেছি আমার কাছে মনে হয়েছে মাটির মানুষ এরা। তবে জাপানীজদের ধারে কাছে নেই)। ৩। নেপাল (ভাল লেগেছে তাদের সাথে কথা বলে।

সহজ সরল সাধারন মানুষ কিন্তু উচ্চাকাংখা আছে প্রায় সবার, বাস্তবিক)। ৪। শ্রীলঙ্কা (তাদের আর নেপালীজদের মাঝে মিল পেয়েছি অনেক। ভাল মানুষ মনে হয়েছে আমার কাছে। তবে এই ২ দেশের মানুষদের অবস্থান প্রথম ২ দেশের থেকে অনেক নীচে)।

৫। ইউএসএ/মিয়ানমার (এই দুই দেশের মাঝে কাকে লিষ্টে রাখব আর কাকে রাখব না এটা নিয়ে ঝামেলায় পড়তে হয়েছে। আমি যাদের সাথে মিশেছি তাদের মাঝে বেশীরভাগ ভাল পেয়েছি ২ দেশের মানুষদের ক্ষেত্রেই, কিন্তু ২/১ জনকে আবার ভালও লাগেনি। আমার ভাল’র লিষ্টে এদের নাম দেখে অনেকের পছন্দ নাও হতে পারে। তবে বলেছি যে এটা একন্তই আমার ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে লেখা)।

বাকী দেশের মানুষদের ব্যাপারে মিশ্র অনুভূতি। যখন বিদেশ আসি আমার এক কানাডা প্রবাসী বন্ধু আমাকে বলেছিল ‘আমরা যারা বিদেশে থাকি প্রত্যকে এক একটা দেশ, কেউ আর ব্যক্তি নই, তাই আমরা যদি খারাপ কিছু করি তাহলে আমাদের ব্যাক্তির বদনাম যতটা তার থেকে দেশের বদনাম অনেক অনেক বেশী’। সেই থেকে তার কথা কথাটা মনে রাখার চেষ্টা করি। আসলেই আমাদের ব্যাক্তির চোখ দিয়েই বিদেশে আমাদের দেশটাকে দেখে মানুষ। আমিও সেভাবেই দেখে এই লিষ্ট করেছি।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।