আমাদের কথা খুঁজে নিন

   

মোরদেশাই ভানুনু ও ইসরাইলের পারমাণবিক নৈরাজ্য

অতি ক্ষুদ্র পতঙ্গেরও অপূর্ব জীবন। মোরদেশাই ভানুনু (Mordechai Vanunu) নামটা শোনেছেন কখন? ১৯৫৪ সালে জন্ম নেয়া এই লোকটি ছিলেন ইসরাইলের দিমোনায় অবস্থিত গোপন পারমাণবিক রিয়্যাক্টরের নিম্নপদস্থ নিউক্লিয়ার টেকনিশিয়ান। মরক্কোয় জন্ম নিলেও ফিলিস্তিন এর ভূখণ্ডে ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠার পর Law of Return এর অধীনে তার পরিবার ১৯৬৩ সালে ইসরাইলে স্থানান্থরিত হয়। কারণ তার পরিবার ছিল গোঁড়াপন্থী ইহুদী আর তার বাবা ছিলেন রাব্বি (ইহুদীদের ধর্মীয় ইমাম)। ১৯৮৬ সালে তিনি ইসরাইলের দিমোনায় অবস্থিত গোপন পারমাণবিক রিয়্যাক্টরের ছবিসহ বিভিন্ন প্রমানাদি লন্ডনের সানডে টাইমস পত্রিকার কাছে তুলে দেন, যা সেপ্টেম্বর মাসে পত্রিকায় ছাপা হয়।

এরপর ইসরায়েলের সিক্রেট সার্ভিস (মোসাদ) তাঁকে লন্ডন থেকে অপহরণ করে রোম হয়ে ইসরাইলে ফেরত নিয়ে যায়। এরপর গুপ্তচরবৃত্তির অভিযোগে তার ১৮ বছর জেলদণ্ড হয়। এর মধ্যে প্রথম ১১ বছরই ছিল solitary confinement মানে ৬ বর্গমিটারের একটি সেলে নিঃসঙ্গ কারাবাস। জেলখানায় বসে I Am Your Spy শিরোনামে নামে একটি কবিতা লিখেছিলেন ভানুনু। ২০০৪ সালে মুক্তি পাওয়ার পর ও এখন পর্যন্ত তিনি কার্যত নজরবন্দী।

কারণ তার বিরুদ্ধে দেশত্যাগ, কথাবার্তা ও চলাফেরার ব্যপারে কঠোর নিষেধাজ্ঞা রয়েছে। বিদেশী নাগরিকদের সাথে কথাবার্তা বলা ও দেশত্যাগের চেষ্টা করার অভিযোগে গত নয় বছরে তাকে ৮ বার গ্রেফতার করা হয়েছে। যার মধ্যে ২০০৭ সালে ৭ মাস এবং ২০১০ সালে তিন মাস তাকে কারাভোগ করতে হয়েছে। প্রসঙ্গটা হল পারমানবিক অস্র বিরোধী আন্দোলনের এই অন্যতম নায়ক লোকটি গত সপ্তাহে তার ব্যক্তিগত ওয়েবসাইটে ঘোষণা দিয়েছেন “The new Interior minister Renew the restriction, not to leave the country for one more year. Now the 10th year since my release 2004-2014. So as I said before, Israel with 200 Atomic weapons Hydrogen, Neutron bombs, the only thing they can do is to arrest Vanunu, 1986-2013. This is a real Bullshit state. Freedom Now! I am now visiting with foreigners. I am ready to meet anyone who is coming here.” ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.