আমাদের কথা খুঁজে নিন

   

মিউজিক পোস্ট : ওয়ারফেজের নতুন এ্যালবাম "সত্য" কেমন লাগলো?

আমার বিচ্ছিন্ন ভাবনার চিন্তিত ব্লগে স্বাগতম ২০০৩ এ ওয়ারফেজের লাস্ট এ্যালবাম "মহারাজ" বের হওয়ার পরে বহু আকাঙ্খিত নতুন এ্যালবাম "সত্য" হাতে পেলাম আমরা । তবুও কিছু বাধা বিপত্তির কারণে এ্যালবাম বের হচ্ছিল না । গত কয়েকমাস ধরেই শোনা যাচ্ছিল নতুন এ্যালবাম "সত্য" এর কাজে হাত দিয়েছে ওয়ারফেজ । মাঝে অনেক সদস্য ব্যান্ড ছেড়ে চলে গিয়েছে । অনেকে যোগ দিয়েছে ।

২০০৩ এর পরে ব্যান্ডের লাইন আপ এর বহু উত্থান পতনের পরে বর্তমান লাইন আপ দাঁড়ায় ২০০৭ থেকে । তবুও কেন যেন ব্যাটে বলে মিলছিল না । আমরা যারা পাগল ভক্ত তারা চোখ রাখতাম কনসার্ট আপডেটের উপর । বিভিন্ন ভেন্যু তে কনসার্টের তালে নেচে গেয়েই মনের সাধ মিটাতাম । অবশেষে পেলাম সেই আকাঙ্খিত অ্যালবাম "সত্য" কেমন লাগলো নতুন এ্যালবামের গান গুলো? ওয়ারফেজের স্টাইলে হয়েছে তো? গিটার সলো গুলো কেমন ছিলো? রিফ গুলো সব অনি হাসান বাজাইসে ।

আর সলো গুল গিটার গড কমল ভাই আর অনি ভাই মিলিত ভাবে বাজাইসে । কেনার পর থেকেই শুনতেসি । আমার ভালো লাগা ট্র্যাক আপাতত "আগামী", "প্রতীক্ষা" ও "সত্য" । বাকি গুলো আরেকটু শুনতে হবে । যত কেবিপিএস এমবিপিএস স্পিড থাকুক না কেন, অবশ্যই সিডি কিনে গান শুনুন, ডাউনলোড করে নয় ।

ইন্ডাস্ট্রির যে পথে চলা উচিৎ সে পথেই চলুক না । ব্যান্ড গুলো লাভবান না হলে হয়তো এ্যালবাম বের করা বন্ধ করে দিবে । যা কিনা গোটা মিউজিক ইন্ডাস্ট্রির জন্যই ক্ষতিকর । এ্যালবাম কাভার ভালো লাগবে আশা করি । সবুজ ব্যাকগ্রাউন্ডে করা ।

তো ব্লগার বন্ধুরা, কমেন্টে জানান আপ্নাদেরকার কেমন লাগলো ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.