আমাদের কথা খুঁজে নিন

   

অবশেষে দেখলাম ঘেটুপুত্র কমলা

inside you're ugly ugly like me অনেকদিন পরে হলে গিয়ে সিনেমা দেখলাম। সম্ভবত ২০০৬এ দেখছিলাম পাইরেটস অফ দি ক্যারিবিয়ানঃডেড ম্যানস চেস্ট। স্টার সিনেপ্লেক্সে দেখছিলাম। লাস্ট দেখলাম "প্লেজার বয় কমলা"। কুমিল্লায়, মধুমতি সিনেমা হলে।

সাম্প্রতিককালের সর্বাধিক আলোচিত এবং সমালোচিত সিনেমা ঘেটুপুত্র কমলা। ইংরেজীতে, প্লেজার বয় কমলা । এই সিনেমার বিরুদ্ধে অসংখ্য পোস্ট এসেছিল সামুতে। আমি মাত্র গতকালই দেখলাম যারা ঘেটুপুত্র কমলার বিপক্ষে পোস্ট দিয়েছে তাদের প্রতি কোন ধরনের অভিযোগ না করেই বলতে চাই, তারা মিথ্যাচার করেছে। সিনেম্যাটোগ্রাফি আমার কাছে অসাধারন লাগছে।

আর কাহিনীর ব্যাপারে অসংখ্য গুনী তাদের মতামত ব্যক্ত করেছে। একবার এমনই একজন গুণী ব্লগারের জ্ঞানী পোস্টে মন্তব্য করেছিলাম নিম্নরুপ "আজীবন পড়ালেখা কৈরা কিছুই শিখতে পারলাম না। আর দেড় ঘন্টার একটা সিনেমা দেইখ্যা পুরা বাঙালী জাতি গে হৈয়া যাইব। হাস্যকর" যখন মন্তব্য করেছিলাম তখনো আমি সিনেমাটা দেখি নি। কিন্তু দেখার পরে আমার মনে হচ্ছে ঐ মন্তব্যটা করা ভুল ছিল।

কারণ, সিনেমায় সমকামীতা বিষয়টাকে যেভাবে হাইলাইট করেছে তাকে কোনভাবেই সমকামীতার মধ্যে ধরা যায় না। বরং সমকামীতাকে ছাপিয়ে আমার চোখে পড়েছে তখনকার জমিদারদের বিলাসবহুল জীবন যাপন। সিনেমার স্টার্টিংটা ছিল অসাধারন। এমন সাবলীলভাবে সিনেমার শুরু করার জন্যও মেধার প্রয়োজন। এবং নিঃসন্দেহে হুমায়ূন স্যার একজন মেধাবী লোক।

আমরা প্রায়ই গর্ব করে বলি আমাদের দেশ সম্পদে ভরপুর, টইটুম্বুর। এইটা স্রেফ একটা মিথ্যা কথা। দেখেন আরেকজন হুমায়ূন আসতে কত দিন লাগে। স্যারের জন্য রইল শ্রদ্ধা। সিনেমা শুরু হওয়ার আগে প্রায় আধাঘন্টা ধরে নতুন যে সিনেমাগুলো আসবে সেগুলার এড হজম করতে হৈছে।

এডের মধ্যেই দেখলাম শাকিব খানের সিনেমার নাম, ডন নাম্বার ওয়ান। সে কি একশান। এইটা একটা তামিল সিনেমার বাংলাদেশী ভার্সান বিঃদ্রঃআমার বর্তমান নিকটা একটা ভূতুরে নিক। এর মডারেশন স্ট্যাটাস কিছুদিন পরপর আপনা আপনি চেন্জ হয়ে যায়। গত ছয় মাসে এই নিয়া ৩য় বারের মত সেইফ হৈলাম।

আমার মনে হয় এই রেকর্ড আর কারো নাই। যদি কারো থেকে থাকে তাহলে আওয়াজ দিবেন। ধন্যবাদ। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।