আমাদের কথা খুঁজে নিন

   

অ আ আজকের লেখালেখি - ১২৯ (ঈশ্বর সর্বত্র)

কাঁদছো !! কান্নাতে তোমাকে দারুণ দেখায় ! আজ ধর্মের নামে সব জায়গাটাতে মারামারি কাটাকাটি চলছে। সবাই মনুষ্যত্বকে বিসর্জন দিয়ে নিজের ধর্মের নিয়ে অহংকার করছে । মানুষের সবচেয়ে বড় ধর্ম তাদের বিবেক যা আজ কলুষিত। সেই কলুষিত হৃদয়ের মানুষগুলোর জন্যে আমার এই কবিতা। ঈশ্বর সর্বত্র ----------------------------- ঈশ্বরকে ডাকো সাড়া দিবেন ঠিকই , হৃদয়ে যদি থাকে মসজিদ মন্দির কিংবা গীর্জা ।

ধর্ম যেটাই হোক ঈশ্বর কিন্তু পক্ষপাতহীন । যতই ভাঙ্গি বাবরী মসজিদ , ঢাকেশ্বরী মন্দির , সেন্ট পল গীর্জা , ঈশ্বর কিন্তু পাত্তা দিবেন না । পবিত্র কুরআন পাঠে , পবিত্র গীতাতে , পবিত্র বাইবেলে , সবখানে স্বয়ং ঈশ্বর আছেন । মসজিদে আযান দাও , মন্দিরে উলুধ্বনি দাও , গীর্জায় ঘন্টা বাজাও , ঈশ্বর শুনবেন ঠিকই । ধর্মের নামে বীরত্ব দেখিয়ে মানুষ হত্যা করে ঈশ্বরকে পাওয়া যাবে না কোনদিনও ।

বরঞ্চ এতে ঈশ্বর নিজেই সরে যাবেন দূরে কোথাও । ২০ ই অক্টোবর,২০১২ ----------------------------------------------------------------------------------- লেখালেখি ৩৬৫ প্রজেক্ট ১২৯/৩৬৫ (বিলম্বে আপলোডের জন্যে দুঃখিত) ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।