আমাদের কথা খুঁজে নিন

   

আমার কলেজের প্রাণিবিদ্যা ল্যাব

ডাক্তারি পড়ার ইচ্ছা না থাকলেও প্রাণিবিদ্যা পড়তে খুব খারাপ লাগতো না উচ্চমাধ্যমিকে, তাও তো ৯৮ সালের নতুন সিলেবাসে বইটা অনেক সেন্সর করা হইসিল তবে ল্যাব করতে গিয়ে প্রায়ই বিভিন্ন ঝামেলায় পড়তাম, বি পি মাপতে গেলে অধিকাংশ সময়েই কানে বিট শুনতে পেতামনা। কেউ তো আবার এতই চিপা চিপত যে যার প্রেসার মাপা হচ্ছে তার অবস্থা 'ছেঁড়ে দে মা কেঁদে বাঁচি' । তেলাপোকা কাটার দিন মেয়েদের কাছে থেকে দূরে থাকাই নিরাপদ ছিল, যে লাফ-ঝাঁপ মারত ( অবশ্য সবাইনা....)। ভাইভার দিনগুলো কিঞ্চিত চিন্তিত থাকতাম। তবে বন্ধু-বান্ধব থাকলে ল্যাব এর চেয়ে মজার জায়গা আর হয়না। এসবের মাঝে একদিন দেখি ল্যাবের এক বেঞ্চে সুন্দর একটি ছড়া লেখা---- এখন চৈত্র মাস মাঠে নেই ঘাস। বাগানে বাঁধা ছাগল আমি তোমার জন্য পাগল। কবে কে লিখে গেছেন তা জানা নেই। ০৬ ব্যাচের দুই আপু মিলে আরো ২ লাইন বানিয়েছিলেন, অবশ্য লিখেননি ওখানে--- কখন তুমি আসিয়া উঠিবে আমারি পাতেরও পরে, সেই চিন্তায় ঘুম আসেনা দুপুর, রাত্রি, ভোরে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.