আমাদের কথা খুঁজে নিন

   

শারদীয় প্রার্থনা....পিএস কাজল

একজন তরুন.. শারদীয় প্রার্থনা পিএস কাজল মিথ্যার গা সত্যের আবরনে ঢাকা। আমি তুমি আমরা এই সমাজ সভ্যতা, দেশ-কাল-ইতিহাস সবার মুখে মুখোশ; কুৎসিত বিভৎস চামড়া আজ স্বচ্ছ স্ফটিক পর্দায় ঘেরা । মা-ভবানীর সন্তান আর দুধে-ভাতে নেই। শাকান্ন জোটে না প্রতিবেলায়--প্রতিদিন-- কারো কারো বহুদিন--কেউ কেউ চলে যায় চিরতরে জানিয়ে বিদায়--শুষ্ক ঠোঁটে--বুভুক্ষ পেটে; চির নিদ্রাহীন কিছু মানুষ ঘুরে বেড়ায় এপাড়া ওপাড়া। শেষ পথে তোমার আপন-- আদুরে ছবি উমা--পেটের দায়ে পতিতা। চলছে শরৎকাল--ভাসছে শাদা মেঘ। আজ মহাষষ্ঠী--অকাল বোধন তোমার, বোধহীন পুরুত-মোল্লার দরবার ছেড়ে, নবাবী কায়দায় গড়া কৈলাশী খাবার ফেলে একটি বার এসো তোমার প্রতিবেশীর দুয়ারে-- সভ্যতার অনাদরে সন্তানের কাছে... অজস্র মহীষাসুর-দুর্গ গড়েছে ব্যারাক, কামানের ধুয়ায় নষ্ট পৃথিবী, জরাজীর্ন ধূপও উপেক্ষিত-- ধ্বংসের দ্বারপ্রান্তে সভ্যতা। আবার এসো... বিশ্ববলে আবির্ভূত হও--কোন পূজার মন্ডপে নয়, পুরুত-মোল্লার দরবারে নয়--মানুষের দেবী রূপে-- মানুষের কাছে । আধুনিক অসুরকে বধ করো, এসো ! তোমার সন্তানকে রক্ষা করো ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।