আমাদের কথা খুঁজে নিন

   

নাফিস, এফবিআই আর আমাদের তথা কথিত তালিকাভূক্ত বুদ্ধিজীবি!!!

নাফিসের ঘটনাটি দেখা বা শুনার পর থেকে মন ভালো নেই, এর উপর প্রতিদিন ব্লগ আর মিডিয়াতে বিরূপ মন্তব্য মনকে আরোও খারাপ করে দিচ্ছে- আজকে হটাৎ করে সামু তে একটি ব্লগ দেখলাম শিরোনাম ছিলো- নাফিস এফবিআই আর আমাদের গোয়েন্দা সংস্থা ................. এই লেখাটি পড়ে আরো খারাপ লাগলো। মনে মনে প্রশ্ন এলো- ঘরের শত্রু বিবিষন। আজকে আমার আমাদের এমনভাবে বিতর্কিত অবস্থানে দাঁড় করানোর চেষ্টা করছি যে- ভাল মন্দ চিন্তা ছাড়াই। এর অর্থ কি- দূর্নিতিবাজ কতৃক খেতাবকৃত তালিকাভূক্ত বুদ্ধিজীবি হওয়া। লেখাটির জবাবে আমার ও লেখকের কথাবার্তাগুলো নিচে দেওয়া হলো- ৬. ২০ শে অক্টোবর, ২০১২ বিকাল ৪:১৬ েমা: মাহাবুব আলম বলেছেন: নাহ যাই বলেন না কেন, আপনার লেখাটি থেকে মুসলমানদের নিচু করার বুদ্ধিটাই প্রতিয়মান।

মামুন ভাই যথার্থই বলেছেন। আপনাদের মত নতজানুদের তাদের(যারা প্রতিদিন ইসলামের বিপক্ষে ৪০০ মিলিয়ন ডলার ব্যয় করে মিডিয়ার মাধ্যমে ও অন্যান্য মাধ্যমে) পক্ষের সাফাই দিয়া বেড়ানোটা কেমন জানি ফ্যাসন হয়ে দাড়িয়েছে। নিজেকে আধুনিক বুদ্ধিজীবির তালিকায় বসানোর অপকৌসল বাদ দিন। আমার আর তালিকাভূক্ত বুদ্ধিজীবিদের- বুদ্ধি নিতে রাজী নয় ! ২০ শে অক্টোবর, ২০১২ বিকাল ৪:৩৩ লেখক বলেছেন: এই দুনিয়ায় আপনি একজন ভাল মানুষ এটিই যথেষ্ট না,আপনাকে কেউ যেন বিপথে টেনে নিয়ে যেতে না পারে সেই যোগ্যতাও আপনার থাকা চাই, ফেডারেল রিজার্ভ ভবন এর পাশের বিল্ডং থেকে মোবাইল টিপে বোমা বিষ্ফোরন ঘটানো যাবে -এইরকম বুদ্ধি নিয়া দেশের বাইরে যাওয়াই ঠিক না। ৭. ২০ শে অক্টোবর, ২০১২ বিকাল ৪:৪৩ েমা: মাহাবুব আলম বলেছেন: ধরা খাওয়ার পর থেকে এখন পর্যন্ত নাসিফের মুখের কথা শুনেছেন? বা ছবিটাও কি দেখেছেন?- যা শুনেছেন বা দেখেছেন আমেরিকান আর মিডিয়ার কথা শুনেছেন- কিভাবে বলে পেললেন যে- ও নিজে এই ঘটনায় রাজী ছিলো? বা ঘটিয়েছে, শুধুমাত্র একটি স্ক্যাস করা ছবি প্রচার করা হচ্ছে।

আমি মনে করি- এই সবকিছুই বাংলাদেশকে পাকিস্থানের মত করার চেষ্টার নামান্তর। আপনার মত- পাকিস্থানেও বুদ্ধিজীবি এবং মিডিয়া আছে, যারা মালানার পক্ষে দাড়িয়ে বিষয়টিকে দিয়ে মুসলমানদের নিচু করার প্রক্রিয়া মাত্র। ২০ শে অক্টোবর, ২০১২ বিকাল ৫:০৫ লেখক বলেছেন: মালালার পক্ষে পক্ষে কথা বলায় মুসলমানদের নিচু হওয়ার কিছুই নাই ৮. ২০ শে অক্টোবর, ২০১২ বিকাল ৫:১২ েমা: মাহাবুব আলম বলেছেন: তালেবান দ্বারায় গুলিবৃদ্ধ মালানাকে আসলে কে গুলি করেছে তা আপনি ভালভাবেই জানে- তাছাড়া এটা একটি সম্পূর্ন তৈরীকৃত নাটক যাতে আমেরিকান লোককে তালেবান সাজানো হয়েছে। যদি মুসলমানদের নিচু না হওয়া বুঝায়- তা হলে তারা কেন এই নাটক করল ? আমার নতুন পোষ্টটি লেখা পর্যন্ত আর তিনি কোন জবাব দেন নাই। এখন আমার প্রশ্ন- ১।

শুধুমাত্র আমেরিকার সাথে কেন পুরো মুসলিম বিশ্বের সংঘাতময় পরিস্থিতি বিরাজ করছে? ২। কেন মানালানার মত ছোট্ট শিশুকে দিয়ে নাটক তৈরী করা হলো ? ৩। কেন ২১ বছরের মেধাবী ছাত্র নাফিস ষড়যন্ত্রের শিকার? ৪। আল কায়েদা বা তালেবান শব্দগুলোর উৎপত্তি ? ৫। আমাদের ধর্মের বিরুদ্ধে পশ্চিমা শাসক গোষ্ঠির এই নির্লিপ্ততা ? আরো অসংখ্য প্রশ্ন আছে।

পাকিস্তানের মত বাংলাদেশকেও পশ্চিমা গোষ্ঠির অতলে ধুবিয়ে দেওয়ার যে নীল নক্সা তা আমাদের তালিকাভূক্ত বুদ্ধিজীবি এবং মিডিয়ার মা্ধ্যমেই সম্পূর্ন করবে। অতএব সাবধান !! এতে যে শুধু মুসলিম রাষ্ট্রের পতন হবে তা নয়- একটি স্বাধীন সার্বোভৌম রাষ্ট্রের পতন হবে যা ত্রিশ লক্ষ মা বোনের ইজ্জত এবং লক্ষ লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত হয়েছিল। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.