আমাদের কথা খুঁজে নিন

   

শব্দ , ছন্দের কথা !

একজন স্বাধীন নাগরিক হওয়ার চেষ্টায় .... অনেক কথার এই শহরে মাঝে মাঝে নিজের বলার মত শব্দ খুঁজে পাই না । খুঁজে পাই না ছন্দ , যে ছন্দের সারি গেঁথে কথা বুনবো । শব্দ ই যেখানে খুঁজে পাই না , সেখানে ছন্দের সাথে মিলিয়ে কথার খই ফুটাবো কিভাবে ? তবু ও তো কথা বলে যাচ্ছি প্রতিদিন , তবে সেই কথা গুলোয় ছন্দের ঘ্রাণ নেই । নেই শব্দের বৈচিত্র্য । একই কথার যাযাবর ব্যবহারে হয়তো আর পূর্ণতা পায় না আবেগের স্রোত । কিছু আবেগহীন নিথর কথার প্রয়োগে বড্ড বেশী যান্ত্রিক আমাদের স্বভাব , চরিত্র । শহরের প্রতিটি কোনায় এমন অনেক চরিত্র ঘুরে বেড়ায় , আবেগের খোঁজে , ছন্দের খোঁজে । কিছু কথা নিজের মত করে বলার আশায় হয়তো এরা নিজেদের ভেঙ্গে নতুন করে গড়ে নেয় প্রতিনিয়ত ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.