আমাদের কথা খুঁজে নিন

   

এমন দিনও দেখা লাগলো

মানুষ যে এমন হতে পারে আগে বুঝি নাই। আম্মু কে আজকে একটা প্রশ্ন করতে খুব ইচ্ছা করতেসে। কিভাবে এত বোকা মেয়ের জন্ম দিল। মানুষ কে বিশ্বাস করার মত বোকামি আর নাই। কিভাবে এত বড় ভুল করলাম জানি না।

যখন বুঝলাম তখন দেখি আমার পাশে আর কেউ নাই। এতদিন একটা পাখি পুষলেও মায়া হয়ই কিন্তু আমার কপালে তাও নাই। সাত দিনের পরিচয়ের মানুষের দুঃখ হতে পারে এইটা ভেবেই অস্থির। একদিন হয়ত আমারও এইসব মনে থাকবে না কিন্তু এই মানুষ এর রুপান্তরিত হওয়ার কাহিনি মনে থাকবে। জানি না কোনদিন কাউকে বিশ্বাস করতে পারব কিনা।

সবচেয়ে কাছের মানুষের হাত যখন খুজে পাওা যায় না তখন যে কেমন লাগে এটা ভুক্তভুগি ছাড়া কাউকে বুঝানো অসম্ভব। ফেসবুক এ মাত্র একটা স্ট্যাটাস দেখলাম। কথাটা অসম্ভব সত্যি মনে হল- "সবাই নাকি সান্ত্বনা দিতে পারে কিন্তু কেউ শান্ত করতে পারে না। " আমার এই ফেসবুক এর কবি বন্ধুটিকে অনেক ধন্যবাদ। এই লাইন দুটি মনে হয় আমার জন্যই লিখেছেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।