আমাদের কথা খুঁজে নিন

   

নানী হইতে বুড়ী হওয়া লাগে না

মানুষ চায় তারুণ্য ধরে রাখতে। আর মেয়েদের বেলায় বিষয়টা খানিকটা বাড়িয়ে। প্রয়োজনে তারা নিজেদের বয়স লুকিয়ে হলেও তারুণ্য ধরে রাখতে চান। অবশ্য সবাই সে কাতারে পড়েন না। নানী, দাদি ডাক যত দেরিতে শোনা যায়, ততই যেন মঙ্গল।

কিন্তু বিশ্বে সবচেয়ে কম বয়সে এক তরুণী নানী হয়েছেন। মাত্র ২৩ বছর বয়সেই। তিনি রোমানিয়ার ইনভেসতি শহরের বাসিন্দা রিফকা স্ট্যানেস্কু। তার বিয়ে হয়েছে অল্প বয়সেই। তার মেয়ে মারিয়ার বয়স এখন ১১।

অবিশ্বাস্য হলেও সত্যি! মারিয়া দুই বছর আগে এক ফুটফুটে পুত্র সন্তানের মা হয়েছে। নাম রাখা হয়েছে ইয়ন। আর তাই সে সূত্রে ইয়নের নানী হয়েছেন রিফকা। আবার রিফকার মায়ের বয়স ৪০ বছর। তিনি হয়েছেন ওই শিশুর বড়-মা।

তার চেয়েও অবিশ্বাস্য হলো, ২ বছরের শিশু ইয়নের বাগদান সম্পন্ন হয়েছে ৮ বছর বয়সী এক স্থানীয় মেয়ে শিশুর সঙ্গে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএনআই। রোমানিয়ার ভ্রমণকারী সম্প্রদায়ের অংশ এ পরিবারটি। তাদের মধ্যে বেশ তরুণ বয়সে বিয়ের রীতি প্রচলিত। রিফকা নিজেও ২ বছর বয়সে অপর এক ছেলের সঙ্গে বাগদান করেছিলেন।

কিন্তু ১১ বছর বয়সে তিনি তার বর্তমান স্বামীকে পালিয়ে বিয়ে করেন। বিয়ের এক বছরের মাথায় সন্তানসম্ভবা হয়ে পড়েন রিফকা। জন্ম হয় মারিয়ার। এর কয়েক বছর পর তিনি আরও এক সন্তানের মা হন। মারিয়াকে স্কুলে তার পড়াশোনা শেষ করার জন্য বহু অনুরোধ করেছিলেন রিফকা।

কিন্তু বহুদিন ধরে ওই সমাজে এ রীতি প্রচলিত। তাই প্রথা ভাঙেননি। মারিয়ার বিয়েতে বাধা দেননি। এদিকে ইয়নের জন্মের পর এ পরিবারের সদস্যরা বেশ খোশ মেজাজেই রয়েছেন। View this link  ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.