আমাদের কথা খুঁজে নিন

   

৯৬ বয়সে আবার বাবা হওয়া।

ভারতীয় এক পুরুষ ৯৬ বছর বয়সে আবার ২য় সন্তানের পিতা হলেন। রামজীত রাঘভ,এই বৃদ্ধটি ৯৪ বছর বয়সে যখন প্রথম সন্তানের পিতা হন তখন তাকে ২ বছর আগে পৃথিবীর সবচেয়ে বৃদ্ধতম পিতার খেতাবটি দেওয়া হয়। যদিও তিনি ১টা সন্তানে যথেষ্ট বলে শপত নিয়েছিলেন, পেনসনভোগী এই ব্যক্তিটি এবং তার স্ত্রী শকুন্তলা, ৫৪ গত মাসে রঞ্জিত নামে আরেকটি পুত্র সন্তানের পিতামাতা হন। দিল্লি থেকে ৩১ মাইল দূরে হরিয়ানা প্রদেশে তার নিজগৃহে কথা বলার সময়ে তিনি জানান, " আমি কি করতে পারি? এসবই ভগবানের ইচ্ছা। তিনি( ভগবান) চেয়েছিলেন আমি আরেকটি পুত্র সন্তান নিই।

হরিয়ানার সরকারী হাসপাতালে এই মাসের প্রথম দিকে যখন তার স্ত্রী শকুন্তলা একটি সুস্থ ছেলের জন্ম দেয় তখন রামজিত পিতা হওয়ায় ডাক্তার হেসে উঠেন এবং ডাক্তাররা অবাক হন। রামজিত তার পরিবারকে নিয়ে একটি স্টুডিও এপার্টম্যান্টে থাকেন, তার সন্তানদের নিয়ে উচ্চ আশা পোষন করেন। তিনি জানান, "সে সারাজীবন একজন কৃষক ছিলেন, কিন্তু আমার সন্তানেরা সরকারী উদ্ধতন কর্মকর্তা হোক। " "এতে মঙ্গল হয়েছে যে আমি এখন আরেকটি সন্তান পেয়েছি, খোদায় না করুক তাদের মধ্যে যদি একটি সন্তান মারা যায় অন্তত আরেকটি সন্তান আমার পরিবারে নাম বহন করার মত থাকবে। " রামজিত স্বীকার করেন যে এই বয়সে ২টি সুস্থ ছেলে সন্তান পাওয়াতে তিনি গর্বিত, তার প্রতিবেশীরা এই বয়সে তার এই যৌন-আকাঙ্ক্ষা দেখে অত্যন্ত ঈর্শান্বিত।

তিনি জানান,সে রাতে তিন থেকে চারবার মিলিত হন, আমার প্রতিবেশীরা ঈর্শান্বিত এবং এর রহস্যটা কি জানতে চান -কিন্তু আমি তাদের বলতে হয় যে এটা ঈশ্বরের ইচ্ছা । "আমি সুস্থ এবং আমি আমার স্ত্রীর সাথে যৌন ভোগ করি, আমি মনে করি নিয়মিতভাবে স্বামী-স্ত্রীর মিলিত হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ এবং যখন আমার স্ত্রী আমাকে জিজ্ঞেস করে সারারাত চলবে কিনা কিন্তু আমার সন্তানদের স্বার্থে আমি আমার চাহিদাকে সরিয়ে রাখি। " দুই সন্তানের জনক রামজিত জানান,একটি কাজুবাদাম, মাখন এবং দুধ রোজকার খাদ্যে তাকে যৌন সক্রিয় রাখা। তিনি বলেন: 'আমি আমার স্ত্রীর জন্য যত্ন নিই এবং আমি তার প্রয়োজনীয় সবকিছু তাকে দিই। সেই খুবই সুখী মহিলা।

শকুন্তলা তার দ্বিতীয় স্ত্রী এর আগে সে ২৫ বছর ধরে বিপত্নীক ছিলেন। তাদের দুজনের প্রথম সাক্ষাত হয় ২২ বছর আগে কোন এক বৃষ্টির সকালে এক মুসলিম মাজারের পাশে। "রামজিত তাকে তার বাড়িতে আসার জন্য বলেছিল এবং সে কখনো তাকে ছেড়ে যায়নি। তার কোন আশে পাশে কোন পরিবার বা বন্ধু-বান্দ্বব ছিলো না এবং আমি তাকে সাহায্য করতে চেয়েছিলাম। " শকুন্তলা বিশ্বাস করে রামজিত যদি তার যত্ন না নিতো সে মারা পড়ত।

শকুন্তলা জানায় সে কতটুকি বৃদ্ধ সেটা বড় কথা নয়, আমি তাকে ভালবাসি এবং এমনকি আমি তার জন্য আন্তরিকভাবে যত্ন নিই যদিও তিনি কখনো কখনো আমার দিকে চেঁচিয়ে উঠে। "তাকে আমার কাছে বৃদ্ধ মনে হয় না, সে আমাকে ২৫ বছর পুরুষের মত ভালবাসেন। এমনকি আরো ভালভাবে সারারাত আমাকে সঙ্গ দিতে পারে এবং সে একজন চমৎকার পিতা। " ভিডিও টি দেখুন এখানে তথ্যসূত্রঃ দ্য ডেইলি মেইল ৯৬ বয়সে আবার বাবা হওয়া  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।