আমাদের কথা খুঁজে নিন

   

কুকুরটা বলে কি সীমান্ত হত্যাকাণ্ডকে ‘মৃত্যু’ বলতে ভারতের সচিবের পরামর্শ

অজ্ঞাতসারে আজ চলে যেতে চাই। দূরে. . . .বহু দূরে অজানায়. . . . ভারতের সীমান্তরক্ষী বাহিনী- বিএসএফের হাতে বাংলাদেশিদের নিহত হওয়ার ঘটনাকে হত্যাক‍াণ্ড না বলে সাধারণ মৃত্যু বলতে পরামর্শ দিলেন ভারতের স্বরাষ্ট্র সচিব আরকে সিং। মঙ্গলবার সন্ধ্যা ৭টায় রূপসী বাংলা হোটেলে বাংলাদেশ-ভারত স্বরাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এছাড়া সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বাংলাদেশের স্বরাষ্ট্র সচিব ইকিউকে মোস্তাক আহমেদ। আরকে সিং বলেন, “তুলনামূলকভাবে এ বছরে সীমান্তে মৃত্যু (হত্যাকাণ্ড) কমে এসেছে।

যে সব ঘটনায় মৃত্যু হয়েছে, সেগুলোর তদন্ত চলছে। তদন্ত শেষে ব্যবস্থা নেওয়া হবে। ” তিনি বলেন, “২০১০ সালে সীমান্তে শতাধিক মৃত্যুর ঘটনা থাকলেও ২০১১ সালে ১২ জন এবং এ বছর মাত্র ছয় জন মারা গেছে। ” তিনি বলেন, “এ ধরনের মৃত্যু ভারতীয় সীমান্তের ৩০০ থেকে ৪০০ মিটারের মধ্যে ঘটেছে। সাধারণত যারা এ ধরনের ঘটনার শিকার তারা চোরাকারবারী, বিশেষ করে গরু চোরাকারবারী।

এসব ঘটনা দিনের বেলা হয়নি, রাতেই হয়েছে। অনেক সময় চোরাকারবারীরা বিএসএফের ওপর চড়াও হয়েছে বলে বিএসএফ জীবন বাঁচাতে গুলি চালিয়েছে। ” তিনি বলেন, “এই পরিস্থিতিতে প্রায় চার শ’ বিএসএফ জওয়ান আহত হয়েছে। ” বাংলাদেশের স্বরাষ্ট্র সচিব বলেন, “দুই দেশের সীমানা নির্ধারণের বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বিষয়টি ভারতের পার্লামেন্টের আগামী অধিবেশনে পাশ হবে।

বাংলাদেশের পাচার বন্ধ করতে ভারতে ফেনসিডিল তৈরি নিষিদ্ধ করার ব্যাপারে কথা হয়েছে, এ বিষয়ে ভারত পদক্ষেপ নেবে, বাংলাদেশে ভারতীয় জাল রূপি ছাপানোর বিষয়ে তাদের অভিযোগের বিষয়েও কথা হয়েছে, এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। ” এছাড়া অনুপ চেটিয়াকে ফেরত দিতে বা এ ধরনের সন্ত্রাসীদের ফেরত দিতে কোনো আইনের প্রয়োজন নেই বলে উল্লেখ করেন দুই সচিব। তারা বলেন, সার্ক ও কমনওয়েলথ নীতির আওতায় এটা আছে। কিছু প্রক্রিয়ার জন্য অনুপ চেটিয়াকে ফেরত দেওয়ার বিষয়টি আটকে আছে। বঙ্গবন্ধুর খুনিদের অবস্থান সনাক্ত করতে পারলে ভারত তাদের আটক করে বাংলাদেশে পাঠিয়ে দেবে, এ জন্যও চুক্তির দরকার নেই বলে উল্লেখ করেন ভারতের স্বরাষ্ট্র সচিব।

Click This Link চিন্তা করুন ভারতীয় কুত্তাগুলা আমাদেরকে মানুষ মনে করেনা.। আমরা চোরাকারবারি তাই আমাদের গুলি করে মেরেফেলা সাধারণ মৃত্যু মনে করে.। মেজাজ চরম খারাপ হইছে এই কুত্তার কথা শুনে  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।