আমাদের কথা খুঁজে নিন

   

থার্টি-ফাইভে গঙ্গার থার্টিসিক্স যৌবন

ভালবাসি ভূত ! ঝালমুড়ি ! নতুন বইয়ের পৃষ্ঠার ঘ্রাণ ! দীর্ঘক্ষণ দীর্ঘকালের পাশে একটা দীর্ঘশ্বাস, বিশ্বস্ত ভাবে দৃশ্যের সমান্তরালে স্থির করে নায়ককে বিষাদের বকুল শুকে নিতে বলেছিল। চিত্রনাট্যে রোদে পোড়া বাতাসের কথা ছিল তবে দৃশ্যায়নে লোকেশনে বাতাস দেখা যাবে তা বলা ছিল না। নায়িকার নাম গঙ্গাবতী.. নায়ক গঙ্গারই মতি। লোকেশন গঙ্গার জল ও যৌবন । থার্টি-ফাইভে গঙ্গার থার্টিসিক্স তুলে ধরতে হবে.. হল ভরতি দর্শক ধরতে হবে ইন ডিটেল.. কমার্শিয়াল মুভি... অথচ কিছু ডিটেল দৃশ্যায়নের আগেই ডিলিট হয়ে যায়...যেমন গতরাতে গঙ্গা বেশ উত্তাল ছিল... কিছু দৃশ্য গঙ্গার খাঁজকাটা বুকের ভাজ গঙ্গা আগেই তার একান্ত দর্শক জন্য তুলে রেখে ছিল..গঙ্গাবতী সেখানে নায়িকা নয় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে ছিল... সিনেমাটা সেখানে আর্ট হয়ে গেল.. কিন্তু গঙ্গার এই চিত্রনাট্য টি কে লিখে রেখেছিল?


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।