আমাদের কথা খুঁজে নিন

   

Delete না হতে চাওয়া ফাইল খুব সহজে Unlocker এর সাহায্যে Delete করুন

সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু আনলে পুড়িয়া গেল/ অমিয় সাগরে সিনান করিতে সকলি গরল ভেল। কম্পিউটার নিয়ে আমার জ্ঞানের বহর খুবই কম। সমস্যা হলে আমার আছে টেকস্পেট। সামু। সেখানে প্রয়োজন না মিটলে টেকটিউন্স , টিউনারপেজ।

তারপরও কাজ না হলে ইংরেজি পেজগুলো। আজ তেমনই একটা সমস্যায় পড়েছিলাম। কোথাও সমাধান পেয়ে অবশেষে ইংরেজি পেজগুলোরই সাহায্য নিতে হল। সেখান থেকেই Unlocker এর সন্ধান পেলামা। এই Unlocker এর সাহায্যে Delete না হতে চাওয়া ফাইল Delete করা গেল খুব সহজেই ।

সমস্যাটা তবে খুলেই বলি – নেট থেকে একটা হাইডেফিনেশনের সিনেমা ডাউনলোড করেছিলাম। ডাউনলোড শেষ হলে অবশ্য কপি করেও রেখেছিলাম। এখন এই ডাউনলোড করা ফাইলটা ডিলিট করতে সমস্যা য় পড়লাম। ফাইল ডিলিট আর হয় না। ডিলিট করতে গেলে এই মেসেজ দেখায়- আমার সীমায়ত জ্ঞান-বুদ্ধি খাঁটিয়ে কোনো কাজ হল না।

Unlocker সেই কাজটাকে করে দিল দুরন্ত গতিতে। কিভাবে Unlocker এর সাহায্যে ডিলিট করবেন করবেন ? প্রথমে Unlocker ডাউনলোড করুন। এবং ইনস্টল করুন। এবার Delete না হতে চাওয়া ফাইল বা ফোল্ডারের উপরে রাইটক্লিক করুন। এবার নিচের অপশনের মধ্যে দেখুন Unlocker রয়েছে।

ওটাকে সিলেক্ট করুন। নিচের মতো উইন্ডো আসবে। এবার এখান থেকে Delete অপসনটি সিলেক্ট করুন। এরপর Ok করুন। ব্যাস কাজ কমপ্লিট।

ফাইল ডিলিট হয়ে গেছে। নিচের মতো মেসেজ আসবে। ডাউনলোড করতে হলে এখানে ক্লিক করুন Unlocker অথবা এখানে ক্লিক করুন ( Unlocker ) আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন । রাগে থাকুন, রাগিয়ে রাখুন।

রঙে থাকুন ,রাঙিয়ে রাখুন। *************************************************** *************************************************** আমার এই লেখাটি প্রথমে http://www.techspate.com তে প্রকাশিত। আমি আছি টেকস্পেটে আছি ফেসবুকেও  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.