আমাদের কথা খুঁজে নিন

   

টেলিটক রে আর কতো .........করব হারামি গুলা?

খুবই খারাপ পাবলিক টেলিটক যখন প্রথম আসলো তখন আর সবার মত আমার দেশপ্রেম খুব উস্লায়া পড়লো। লাফা লাফি করে টেলিটক সিম নিলাম। নিয়া বুঝলাম কত বড় একটা আকাম করছি। যেখানে হারামি ফোন ( জিপি), বিশ্বচোর (বাংলালিংক) এ পর্যন্ত অন নেটের বিল ৬৫ পয়সা থেকে ৯০ পয়সার মাঝে সেখানে আমাদের ঢঙের ফোনের কল চার্জ ১২০ পয়সা। তাও আবার ভ্যাট ছাড়া।

সরকারি হিসেবে কেন এইটার কলচার্জ এত বেশি সেটা এখনো মাথায় ঢুকেনা। এই সব যন্ত্রণার উপর আছে আরও নানা যন্ত্রণা। টেলিচার্জ সব জায়গায় পাউয়া যায় না । নেট থাকেনা। কল অনেক বারের চেষ্টায় ঢুকাতে হয়।

ভাইরে হাজারো সমস্যা। তারপরেও এই সিম চালিয়ে যাচ্ছি। কিসের টানে নিজেও জানিনা। টেলিটকের বেবস্থাপনায় যারা আছেন, তারা দয়া করে একবার দেশের কথা ভেবে টেলিটক টারে আল্লাহর ওয়াস্তে ঠিক করেন । চাইলেই টেলিটক দেশের এক নাম্বার মোবাইল অপারেটর হতে পারে।

দয়া করে দেশেরে োনমারা বন্ধ করেন। দেশটারে না বেইচা দেশের লাইগা কিছু করেন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।