আমাদের কথা খুঁজে নিন

   

জামদানী বাঁচাও , ঐতিহ্য বাঁচাও ......

জাগো বাঙালি জাগো !! জামদানি শাড়ি, নকশীকাঁথা এবং ফজলি আম এখন আর আমাদের ঐতিহ্যের অংশ নেই, কারণ ভারত ইতিমধ্যে এই সকল পণ্যের আন্তর্জাতিক স্বত্ব নিয়ে নিয়েছে। এই পণ্যগুলো বিশ্বে এখন ভারতীয় পণ্য হিসেবে পরিচিতি পাবে। তারা স্বত্ব করে নিলেও আমরা জানি এগুলা আমাদের পণ্য, আমাদের ঐতিহ্যের অংশ। এখন তারা ইলিশের স্বত্ব নেবার চেষ্টা করতেছে। যেটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ।

এই মুহূর্তে আমাদের কৃষি, শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের অন্যতম কাজ হচ্ছে আমাদের দেশিয় পণ্যগুলো চিহ্নিত করা এবং তা আন্তর্জাতিক বাণিজ্য সংস্থার ‘Geographical Indicator (GL)’ আইনের অধীনে নিবন্ধন করা। এ সকল পণ্যের মধ্যে রয়েছে ঢাকার ‘জামদানি শাড়ি’, ফরিদপুরের ‘নকশীকাঁথা’, চাঁদপুরের ‘ইলিশ’, রাজশাহীর ‘ফজলি আম’, বগুড়ার ‘দধি’, সুন্দরবনের ‘মধু’ সহ আরও অনেক পণ্য। ************************ মনে রাখবেন, আমাদের ঐতিহ্যকে আমাদেরই বাঁচাতে হবে। আমাদের দেশ আমাদেরকেই রক্ষা করতে হবে। বাইরের দেশের কেউ এসে রক্ষা করে দিয়ে যাবে না।

দেশের স্বার্থে একাত্ম হোন... আগামী ১৯ অক্টোবর ২০১২, শুক্রবার বিকাল ৩.৩০ মিনিটে মানব বন্ধন অনুষ্ঠিত হবে। দলে দলে যোগ দিন এই বিশাল মানব বন্ধনে। বিস্তারিত জানতে ক্লিক করুন - Click This Link অথবা ডায়াল করুন - সাজিদ- 01921742504 মাসুম-- 01670317951 তনি- 01911113901 তাসকিন- 01614827546 ইমন- 01717940513 আসমান- 01922887744 আমরা সকল গ্রুপ প্রধানদের কাছ থেকে এই রবিবার এর মাঝেই রেসপন্স আশা করছি .আমরা ব্যানার এর টাকা কালেকশন করে আমরা সাইন কালেকশন এ নামব যা দিয়ে আমরা ১৯ তারিখ এর মানববন্ধনে প্রতিবাদ জানাবো । বিভিন্ন ভার্সিটি ও স্কুল কলেজ থেকে সাইন কালেকশন করব। আপনাদের একান্ত সহজোগিতা কাম্য ব্যানার - ৫০X4 =200ft ,200X18 = 3600 Taka . support our cause  ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।