আমাদের কথা খুঁজে নিন

   

আমার ভন্দু শরীফ উদ্দিন পর্বঃ ৩

ক্লান্ত সামান্য একটা ভুলের কারণে হলেও বন্ধু শরীফ উদ্দিন আবার নিজের অসারতা প্রমাণ করলো। এবং এরপর বেশ কয়েক দিন সে আমার সাথে ভাববাজি করতে সাহস দেখালো না। আমার মেজাজ ফুরফুরে হতে শুরু করেছিলো। এমন সময় শরীফ উদ্দিনকে দুখী মুখ করে এদিকে আসতে দেখা গেলো। বিনা অনুমতিতে আমার নামে আজেবাজে গল্প লেখার পর থেকে আমি আর তার সাথে যোগাযোগ রাখি নি।

এবার নিজেই সে কাচুমাচু স্বরে জানালো এমনটা করা তার উচিত হয় নাই। সে এবার সত্যই আমার কাছ থেকে কিছু শিখতে চায়। আমি ভাব নিয়ে বললাম, আমি ছোট লেখক। শেখার থাকলে তুই আমাদের রিডিং ক্লাবে আয়। ওখানে আমরা বিখ্যাত সব বই নিয়ে আলোচনা করি।

তার হাবভাব দেখে বোঝা যাচ্ছিলো ব্যাপারটা সে সিরিয়াসলি নিয়েছে। জিজ্ঞেস করলো সেখানে কি বইয়ের উপর প্রশ্ন করা হবে? আরে নাহ। যারা জানে তারা আলোচনা করে। আমরা অধিকাংশ সময়ই শুনি। সে ঠিকানা জেনে বিদায় হয়।

শুক্রবার বিকালে রিডিং ক্লাবের প্রাথমিক আলোচ্য বই ছিলো সিগমুন্ড ফ্রয়েডের 'স্বপ্নতত্ত্ব', আলোচনার শুরুতেই সবার হাতে খসড়া ধরিয়ে দেয়া হলো। খসড়া পরে শরীফ উদ্দিনকে বেশ উত্তেজিত দেখা যায়। আলোচনার সময় শরীফ উদ্দিন তার বিভিন্ন স্বপ্ন ( সে জীবনে কী হতে চায়, লেখক হওয়া কেন এত গুরুত্বপূর্ণ) ও তার বিভিন্ন ভাবনা তত্ত্ব নিয়ে আলোচনা করার চেষ্টা চালায়। কেউ এরকম অপ্রাসাঙ্গিক আলাপে আগ্রহ না দেখানোয় সে তার গত রাতে দেখা একটা যৌন স্বপ্নের বিশদ বিবরণ দেয়। অন্যরা নিরাসক্ত মুখে তাকালে সে বিরক্ত হয়ে বাইরে সিগারেট ধরাতে উঠে যায়।

ততক্ষণে বই পাল্টে গেছে। ২য় খসড়া এসেছে। আমরা কথা বলছিলাম শহীদুল্লাহ কায়সারের 'সারেং বউ' নিয়ে। সমাপ্তির জটিলতার তর্ক বিতর্ক চলছিলো। বন্ধু শরীফ উদ্দিন ফেরার পথে শুনলো ওমর বাহাক ভাই বলতেছেন, মানুষের জীবনে তো কত বিচিত্র ঘটনাই ঘটে থাকে।

নীলিমা হায়দার বলল, কিন্তু আমার তো মনে হয় লেখকমাত্রই ঘটনা অতিরঞ্জিত করতে ভালোবাসে। সমাপ্তিটাই দেখেন। বাস্তব জীবনের সাথে কোনো মিল নাই। কথা হচ্ছিলো জীবন রক্ষার্থে স্ত্রীর স্তন্য স্বামী পান করলে তালাক হয়ে যাবে কি না তা নিয়ে। বন্ধু শরীফ উদ্দিন স্বপ্ন বিষয়ক কথাবার্তায় বেইল না পেয়ে এম্নেই ক্ষাপ্পা ছিলো।

হঠাত এসে রেগেমেগে বলে উঠলো, মিল না পাওয়ার কী আছে? বইটা (১ম খসড়া) পড়েই আমার মনে পড়সে এই ঘটনা তো আমার নিজের জীবনেই ঘটসে। তাও একবার না। বহু বহু বার। চলবে..... ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।