আমাদের কথা খুঁজে নিন

   

হারানো সুর.....পিএস কাজল

একজন তরুন.. বহুকাল আগে হেলেন দ্বীপের কোন এক হেলেনী নিবিড়চিওে শুনেছিল ভাঙনের বিষাদ গর্জন দিব্যালোক পেরিয়ে মর্তলোকের অন্তরালে চিরউদ্‌ভাসিত হয়ে গেঁথেছিল সৃজনের স্বপ্ন রাশিয়ার নব নাবিক হয়তো পলাতক ছিল স্বর্গ হতে; সাম্যের বজ্রহাতে কষ্টের ভাঁড়ার কাঁধে চেপে বাঙালিও শুনেছিল ভাঙনের সেই সুর, অ্যাজিয়ানে নয় - বায়ান্নোর রক্তাক্ত মন্দিরে; হাজার বছর আগে নয় - মাত্র কদিন আগে। আলোকাকাশ ভেদ করে কোন বাঙালি নাবিক মর্তে আসেনি - বেহালার তার ছিল হাতে - কেউ সুর তোলে নি। এলোমেলো বেসুরে - আজো আছে সেই সুর এখানে সেখানে এখন আমরাও শুনি দিনরাত্রি ভাঙনের সুর বিষাদের গর্জন - দেখি সৃজনের স্বপ্ন - কেবল সে সব মূর্খরা আজো নিমজ্জিত মদ্যপ গাঢ় অন্ধকারে - ভগ্ন আসক্তে.... কারাগার-২২১০ ০৫/০৪/২০১১

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.