আমাদের কথা খুঁজে নিন

   

শৈশবে মুগুর দিয়া এক পোলারে সেরাম মাইর দিসিলাম

কত মামুলি ব্যাপার নিয়েও মানুষ ঝগড়া করে! ছোটবেলায় একবার গ্রামের বাড়িতে বেড়াতে যেয়ে গ্রামের এক ছেলের সাথে ব্যাপক ঝগড়া বাধিয়ে দিয়েছিলাম। ঝগড়ার বিষয়বস্তু একটি শব্দের উচ্চারণ। শব্দটা হলো - টুথপেস্ট। ও জোড়ালো গলায় বলছিল - এইডার উচ্চারণ হইলো টুথপ্যাস। আমি বললাম - আরে বোকা, এটা প্যাস না এটা হলো পেস্ট।

সে বলে - জি না। এইডা প্যাস। - উহু, এটা পেস্ট - না, প্যাস। আমার মাথায় হঠাৎ রক্ত উঠে গেলো। পাশেই গরু পেটানোর লাঠি ( যাকে মুগুর বলা হয়) পড়ে ছিল।

ওটা দিয়েই ছেলেটার পিঠে ধুপধাপ দিলাম কয়েকটা ... মারের চোটে সে মাটিতে পড়ে গেল। তার শরীর ফুলে গেল। অবস্থা বেগতিক দেখে আমি কেটে পড়লাম। যাই হোক, ব্যাপারটা জানাজানি হয়ে গেলে আমাকেও অনেক শাস্তি ভোগ করতে হয়েছিল । শুরু করেছিলাম ঝগড়ার বর্ণনা দিয়ে, চলে যাচ্ছি শৈশবে ।

শৈশবে এরকম উল্টাপাল্টা কাজ করে মায়ের হাতে পিটুনি খাওয়া ছিল প্রতিদিনের ঘটনা। মায়ের হাতের রান্না এবং পিটুনি - দুটোই মিস করি। শৈশবের নেগেটিভ সাইড অনেক আছে। টিচারের বকুনি, মায়ের শাসন, বড়দের অবহেলা - এত কিছু সত্ত্বেও খুব শৈশবে ফিরে যেতে ইচ্ছে করে। ইচ্ছে হয় ছোট বোন আর ছোট মামার সাথে বসে টিভিতে টম এন্ড জেরি দেখি আর হাসতে হাসতে কেঁদে ফেলি।

ইচ্ছে হয় সকালে ঘুম থেকে উঠে বাবার সাথে জগিং করতে বের হই । এই Adult জীবন বড় ক্লিশে , মনোটোনাস । মাঝে মাঝে ভাবি শৈশবে ফিরে যাওয়ার জন্য, ইশশ,একটা উপায় যদি থাকত ! ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.