আমাদের কথা খুঁজে নিন

   

(এ্যন্টি) সোশ্যাল বিজিনেছ !

সত্য আর মিথ্যার মধ্যে নিরপেক্ষতা নয় http://jitabangladesh.com/?page_id=56 উপরের লিংকটি আমেরিকান সংস্থা কেয়ারের ১টা প্রোজেক্ট, সরি, সোশ্যাল বিডিনেছ। কাজ কি ? - ইউনিলিভার গ্রামীন সহ অন্যান্য মাল্টি ন্যশনাল কোম্পানীর মার্কেট্রং করা। গরীব মহিলাদের দিয়ে বিনা বেতনে গ্রামে গন্জে মার্কেটিং করানো। এই মহান কাজ তারা করবেন বলে ট্যাক্স দিবেন না। কারন তারা ব্যবসাতো শুধু করছেন না, সমাজসেবা করছেন। তাহলে, সরকারি সব খরচ যেমন রাস্তা তৈরী, কর্মচারীদের বেতন, এগুলো কে দেবে ? না কেন, আমরা গরীব মানুষেরা দিবো ! আমরা যা কিছু কিনবো ট্যক্সতো আছেই , ইমপোর্ট করা পন্যে ট্যাক্সতো আমদানীর সময়ই যোগ হয়ে আসছে, নাহলে ভ্যাট আছে, আয়কর আছে। সাবাশ, ড. ইউনুস, আপনি আরেকটা নোবেল পান !

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।