আমাদের কথা খুঁজে নিন

   

আমি খারাপ হতে চাই (?)

আমি মানুষটা খুব একটা ভালো নই। "খুব একটা ভালো নই" কথাটিতে কেমন ভালো ভালো সুর পাচ্ছি। বরং এটাই বলা শ্রেয় যে আমি মানুষটা "খারাপ"। এই অর্থে যে আমি নারীলোভী। যদিও জগতের সকল সক্ষম পুরুষরাই তাই... যে নয় সে অক্ষম।

তাই বলে সবাই খারাপ নয়। কিন্তু আমি খারাপ নারীর প্রতি আমার লোভ আছে ভীষণ রকম। তাই আমি খারাপ। তবু আমার খুব ভাবনা হয়, আমি যে কেন অতোটা খারাপ হতে পারিনি, যতটা কোন দুঃসাহসী ধর্ষক হয়। আমি কেন তা পারিনা? এটা আমার খারাপের জন্যে খুবই খারাপ কথা।

আহা ওদের কত সাহস... ওরা ক...ত খারাপ... অনেকেরে খুব হিংসা হয়... অনেক পুরুষকে দেখেছি-দেখছি, যে পড়াশুনার পাট চুকিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে করতে ৩০-৩৫ ছুঁয়েছে। প্রতিষ্ঠিত সেই ৩০-৩৫ বিয়ে করছে ১৪-১৬। "ভরা যৌবন সাঁজাতে তোমাকে, ষোলটি ফাগুন লেগে গেছে। " হে হে হে... যে বালিকা স্কুলের ব্যাগ বইবার কথা, সে অল্প সময়ে নিজের ভেতর বইতে শুরু করছে আরেকজন। ওহে ৩০-৩৫... তুমি বড় খারাপ রে ভাই... তুমি বড় খারাপ।

তুমি বড় সক্ষম। তোমাকে তাই বড় হিংসা আমার। এমন আরও অনেক ৩০-৩৫ আছে যারা প্রায় বিশ বছর ধরে এ পাড়া ও পাড়া, হোটেল-মোটেল, চিপা-চাপা, অন্ধকার খুপরি রেস্তরায় আদি সুখে নিমজ্জিত ছিল প্রেমের বিনিময়ে নয় টাকার। অবশেষে ক্লান্ত সেই ৩০-৩৫ চায় একেবারে নিষ্পাপ কোন ১৪-১৬। অথবা এমন কেহ যে জীবনে কোন পুরুষের ছোঁয়া পায়নি।

আহা... তুমি কত খারাপ রে ভাই... তুমি কত খারাপ। চোরে চোরে মাসতুত ভাই হয়, কিন্তু খারাপে খারাপে বিয়ে হয় না। কবি বলেছেন (আমি নিজে)... "একখণ্ড কাম যন্ত্রে মানবিক অবক্ষয়। " এটা ভুল... কাম যন্ত্রে মানবিক অবক্ষয় নয়... বরং ক্ষমতার প্রদর্শন। খুব খারাপ হতে গেলে নাকি খুব সাহসী হতে হয়।

এখানেও আমার ঘাটতি আছে। নাহ... আমার সাহস অবশ্যই আছে। কিঞ্চিৎ ভয় পেলেও অন্ধকার রাতে কোথাও আমি একা রাত কাটাতে পারব বলে বিশ্বাস করি। বুঝতে পারছিনা আর কিভাবে আমার সাহসের উদাহরণ দেব। তবে আমি কেন জানি কোন ভীষণ রক্তাক্ত বীভৎস দৃশ্য দেখতে পারিনা।

সরাসরি তো থাক দুরের কথা, কোন নাটক বা সিনেমাতেও না। আমি ভূতের লোমহর্ষক ছবি দেখিনা। আমার কেমন যেন অস্বস্তি লাগে। কিন্তু খুব অবাক হই ওই মানুষদের কথা ভাবলে, যারা মানুষের গলা কেটে নিতে ২ বার ভাবে না। আমি অতটা সাহসী নই, তাই আমি অতটা খারাপও হতে পারিনাই... তাই ওই খারাপদের আমার খুব হিংসা হয়... এই স্ট্যাটাসে যদি কোন ভালো'র পিত্তি জ্বলে, তবে তাতে আমার কিছু করার নেই।

ভালো হইতে এখন পয়সা লাগে... খারাপ হইতে লাগেনা.... ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.