আমাদের কথা খুঁজে নিন

   

এক্সিডেন্টটি অস্বাভাবিক মনে হলো না

বক্সে জমা থাকি , কলমের আগার খসখসে দাগ, ভাঁজ করে পকেটে অবস্থা অতপর ঝুড়িয়ে নিক্ষিপ্ত..... কিন্তু অসংখ্য গুরুত্বপূর্ন লেখালেখির সাক্ষী ..........................দৈনিক ইত্তেফাক .................... দৈনিক নয়াদিগন্ত উপরের দুটি ছবি আজকের দুটি জাতীয় দৈনিকের। ঘটনা , স্থান একই। গতকালকে সংঘটিত ঘটনা আজকের পত্রিকায় এসেছে। গন পরিবহনটির নাম বাহন। বিষয়টি কেন তুলে আনলাম?????? কারণ, ঠিক আগের রাতের একটি প্রত্যক্ষ করা বিষয় পরদিন ঘটেছে যা চোখে পড়লো আজকের পত্রিকায়।

আগের রাতে মালিবাগ প্রান্ত দিয়ে খিলগাঁও ফ্লাইওভারে উঠছিলাম মানিকনগর যাওয়ার উদ্দেশ্যে। তালতলা থেকে মেইন রোড উঠতেই পড়লো বাহন পরিবহনের একটি বাস। মটর সাইকেলে পাশ কাটিয়ে যেতে চাইলেও পারা গেলো না। সাইড দিলো না। দ্রুত গতিতে উঠে যাচ্ছিল ফ্লাইওভারে।

বিআরটিসির একটি ডাবল ডেকার উঠছিলো উড়াল সেতুতে। ডাবল ডেকারটিকে পাশ কাটিয়ে বাম পাশ দিয়ে দ্রুত বেগে যাওয়ার চেষ্টা করছিলো । ফ্লাইওভারে ওঠার সময় আঁকাবাঁকা পথ অথচ কোন কেয়ার নেই। সামনে যাওয়ার জন্য রীতিমত যুদ্ধ বলা চলে। প্রচন্ড হর্ন আর দ্রুত গতির কারণে বিআরটিসির গেটে দাড়িয়ে থাকা যাত্রীরা পর্যন্ত ভয় পেয়ে নিজেদের সেভ করার চেষ্টা করছিলো।

কিন্তু থোরাই কেয়ার............ তার দ্রুত গতির কাছে মটর সাইকেল নিরাপদে রাখার ভরসা পেলাম না। ধীরে ধীরে পিছনে পিছনে চললাম। দ্রুত গতিতে বাসাবো প্রান্তে নেমে আবার ছুটলো । সামনে আরেকটি বাহন পরিবহনের বাসকে পেছনে ফেলার জন্য আবারো বাম পাশ দিয়ে অতিক্রমের চেষ্টা করলো সেই একই বাস। কিন্তু অনেক চেষ্টা করেও সম্ভব হলো না সামনে থাকা রিকশা অথবা অন্য কোন ছোট যানের কারণে....... হয়তো।

একটু ফাঁকা পেয়ে চলে গেলাম সামনে আর হয়েছিলো পরবর্তী পরিস্থিতি তা দেখার সুযোগ হয়নি। কিন্তু আজ সকালে যখন পত্রিকার পাতায় চোখ বুলাতেই বাহন পরিবহনের একটি প্রেসক্লাবের সামনে ডিভাইডার ভেঙ্গে এক্সিডেন্ট চোখে পড়লো সাথে সাথে স্মরণ হলো একদিন আগের পরিস্থিতি। যে গতি আর বেপরোয়া ভাবে বাহন পরিবহন দুটি কে দেখলাম তখন পরদিন সেই কোম্পানীর কোন গাড়ীতে দুর্ঘটনায় পতিত হতে দেখে অস্বাভাবিক মনে হলো না। নিতান্তই স্বাভাবিক ঘটনাই মনে হলো এটাকে...... জানিনা দুর্ঘটনার হতাহত সংখ্যা কিন্তু এসব চালকদের হাতে কি আসলেই যাত্রীরা নিরাপদ????????? একজন চালকের হাতে অসংখ্য মানুষের জীবন। তাদের একটু অসতর্কতা আর বেপরোয়া গতির কারণে বিপন্ন হতে পারে অসংখ্য মানুষের জীবন।

সুতরাং, সাবধান হাওয়া দরকার। ............. দ্রুত গতিতে গাড়ী চালালে চালককে সাবধান করে দেয়া দরকার। নিজেরাও ড্রাইভিংএ থাকা অবস্থায় সাবধানে চালানো দরকার। সকলের সুস্থতা কামনায়। ............................  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.