আমাদের কথা খুঁজে নিন

   

Subject অনুযায়ী verb এর রুপের ভিন্নতা - ১

ঘুম থেকে জেগে দেখি মৃত্যু শিয়রে গুনছে প্রহর...... Subject যদি Third Person Singular Number Present Tense হয় তাহলে verb এর শেষে s/es যুক্ত হয় - ছোট বেলায় বাবা, স্কুলের টিচার এতবার এটা পড়িয়েছিল যে ইংলিশে এটাই প্রধান রুল বলে মনে হত। ইংলিশে আর কোন রুল নেই। এটা দিয়েই সব চালিয়ে দেয়া যাবে এমন মনে হত। এই Subject এর Number উপর ভিত্তি করে Verb এর Singular/Plural রুপ তা নিয়েই আজকের লেখা। নিচের বাক্যটি দেখুন - Moheeb and Ali is/are honest. - কি হবে? is/are? are. তাই না? কেন? এখানে "Moheeb and Ali" হল subject।

এবং Moheeb and Ali মিলে Plural Number তৈরী করেছে। তাই verb হবে are - এটাকে বলে plural verb। is হল Singular verb। ঠিক আছে। এটা কি হবে দেখুনতো - Each of Moheeb and Ali is/are honest. এখানে কিন্তু Moheeb and Ali মিলে Plural Number তৈরী করেছে - এমনটা ভাবলে হবেনা।

তাহলে নিয়মটা দেখুন - --any body --anyone --everybody --every one --nobody --no one/none --somebody --each; - বাক্যে যদি এরা subject হিসেবে কাজ করে তাহলে চোখ বন্ধ করে Singular verb ব্যবহার করবেন। তাহলে উপরের বাক্যটার সঠিক Verb হবে is. আপনি হয়তো প্রথমে ধরে নিয়েছেন Each of Moheeb and Ali - পুরোটা মিলে subject. - ভুল করেছেন। তাহলে এখন থেকে subject নির্বাচনেও সাবধান হতে হবে। -- এইযে আমরা উপরের নিয়মটা শিখলাম, একে বলে Subject-Verb Agreement - অর্থাৎ Subject এবং Verb এর মধ্যে সামঞ্জস্য। খুবই মজার এবং গুরুত্বপুর্ন।

গুরুত্বপুর্ন এই কারনে যে Subject অনুযায়ী Verb লিখতে না পারলে ইংলিশ বাক্য ভুল হবে। আর মজার এই কারনে যে ব্যাতিক্রম ব্যাপারগুলো সবসময়ই আনন্দদায়ক। কি বলেন? Subject অনুযায়ী verb এর রুপের ভিন্নতা - ২ Subject অনুযায়ী verb এর রুপের ভিন্নতা - ৩ --------------------------------------------------------------------------------- এই ব্লগটি একটি সিকুয়্যেল ব্লগ। আগেরগুলো পাবেন এখানে। আমার ইংলিশ শিখার সিকুয়্যেল ব্লগগুলার লিন্ক পেইজ --------------------------------------------------------------------------------- ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।