আমাদের কথা খুঁজে নিন

   

অন্ধ তীরন্দাজের পদাবলী- ০১

রুদ্ধদারে চেতনা বন্দি, স্বপ্নে শকুনীর ডানার গাঢ় অন্ধকারের সর্বগ্রাসী বেগবাণ স্রোতে দিশেহার দীপ্ত জোনাকির আলোর মিছিল! কুটীল দেবতার বর্বর চাল। অশুভশক্তির ক্রমশ হবে উত্থান। আমি অভিমন্ব, জন্ম থেকে জেনে আসা ভবিষ্যৎ এর নির্মম দ্রষ্টা, আমি সিসিফাস, দেবতার বিরুদ্ প্রিয়তমা এবার দৃষ্টি ফেরাও যে ফুলের দিকেই তুমি দৃষ্টি দাও সে ফুল আমার কষ্টজাত যে নদীর জলস্রোতেই তুমি ভেজাবে পা সে জলে আমার অশ্রু আছে প্রবাহিত। প্রিয়তমা এবার দৃষ্টি ফেরাও পৃথিবীর যে কবিতাই তুমি আজ পড় তাতে বিধৃত হয়েছে আমার একান্ত কষ্ট। আজ পৃথিবী যে প্রেমিকের চোখেই তুমি তাকাও তাঁর মনিতে গেঁথে আছে আমার টলমল দুরুহতম অসহ্য কষ্ট! প্রিয়তমা এবার দৃষ্টি ফেরাও...।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।