আমাদের কথা খুঁজে নিন

   

ফের ক্ষমতায় আসলে এই মন্ত্রিসভা থাকবে না : প্রধানমন্ত্রী

থেমে যাবো বলে তো পথ চলা শুরু করিনি। সূত্রঃ নতুন মন্ত্রীসভা হবে ঠিক বোঝা গেল না। চমকের উপরে চমক দিয়ে এই মন্ত্রী সভা গঠন করা হয়েছিল। বলা হয়েছিল যে এই মন্ত্রীসভার সদস্যরা কাপড়-চোপড়ে স্মার্ট না হলেও কাজ-কর্মে নাকি খুবই দক্ষ। হঠাত করে নেত্রীর মনে কি হল যে এদের চাকরি খেয়ে দেবেন বলে ঘোষণা দিলেন।

এর মানে কি উনি এই মন্ত্রীসভা নিয়ে অতিষ্ঠ? আর তা না হবার তো কারনই নাই। এক আবুল চোর হিসাবে এখন দুনিয়ায় প্রসিদ্ধ লাভ করেছেন, অন্য আবুল দাঁত কেলায়া হাসে আর বলে আমার আগের বক্তব্যের জন্য আমি দুঃখিত। এই আবুলের কাছে ৪ হাজার কোটি টাকা কোনই টাকা না। এ ছাড়াও আছেন এক খুনীর সহযোগী যে কিনা ঢাকার খুব কাছের এক পৌরসভার নির্বাচিত চেয়ারম্যানের হত্যাকান্ডের সাথে সয়ারসরি জড়িত। আছেন তিস্তা ব্রিজের টোলের আদায়কারী, আছেন কালো বিড়াল।

আছেন এমন এক এলজিআরডি মন্ত্রী, যার সাথে কেউই দেখা করতে পারেন না। আছেন এক খুকুমনি, যিনি ঘন ঘন বিদেশে যান প্রবাসে থাকা নিজ পরিবারের সাথে দেখা করতে -- রাষ্ট্রীয় অর্থ ব্যয় করে। আর দূর্নীতির কথা কি বলব ... তা তো সবাই করে। ইনারা আরো বেশি করেছেন। আর খালি এই ৫০-৬০ জন সব খাবে, অন্যরা কি বসে বসে আঙ্গুল চুষবে? তার পরের বারে মন্ত্রী সভা বদলে যাবে।

আবার চমক আসবে। এই বারে ছিচকা চোরগুলার জায়গায় ডাকাতদের বসানো হবে। আর তাই দ্রুত নির্বাচন করা লাগবে। শুভস্য শীঘ্রম। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।