আমাদের কথা খুঁজে নিন

   

সাতকানিয়র পর এবার মুন্সীগঞ্জের মন্দিরে প্রতিমা ভাঙচুর।

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় দুর্গা মণ্ডপের ছয়টি প্রতিমা ভাঙচুর করেছে দুবৃর্ত্তরা। বুধবার ভোররাতে সিরাজদিখান উপজেলার ছোট শিকারপুর গ্রামের বটতলা মণ্ডপে এ হামলার ঘটনা ঘটে। এছাড়া নড়াইলের লোহাগড়ার দোয়ামল্লিকপুর পূর্বপাড়া ঠাকুরবাড়ি মন্দিরের প্রতিমা ভাঙচুরের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিরাজদিখানের বটতলা পূজা কমিটির সভাপতি কেশব চক্রবর্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাত ২টা পর্যন্ত মণ্ডপে প্রতিমা স্থাপনের কাজ চলে। এরপরই কোনো এক সময়ে দুবৃর্ত্তরা হামলা চালিয়ে সবগুলো মূর্তি ভেঙে ফেলে।

মণ্ডপও তছনছ করে। ” সকালে সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কাশেম ও ওসি শেখ মাহবুবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। দুবৃর্ত্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে জানিয়ে ওসি শেখ মাহবুবুর রহমান বলেন, অন্যান্য মণ্ডপের নিরাপত্তাও জোরদার করা হয়েছে। বটতলা মণ্ডপে পূজা আয়োজন করতে ক্ষতিগ্রস্ত মূর্তিগুলো মেরামত শুরু হয়েছে বলে জানান তিনি। কক্সবাজারের রামুতে বৌদ্ধ মন্দির ও ঘরবাড়িতে ধর্মীয় উগ্রপন্থীদের হামলা, অগ্নিসংযোগের ঘটনার সঙ্গে এর যোগ আছে মন্তব্য করে স্থানীয় সংসদ সদস্য সুকুমার রঞ্জন ঘোষ বলেন, “একটি মহল পরিকল্পিতভাবে এসব ঘটনা ঘটাচ্ছে।

” দোষীদের দ্রুত গ্রেপ্তার করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেন তিনি। এদিকে সোমবার রাতে নড়াইলের ঠাকুরবাড়ি মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনায় মঙ্গলবার দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরা হলেন- দোয়ামল্লিকপুর গ্রামের আলামিন মোল্লা (২২) ও পান্নু মোল্লা (২৮)। লোহাগড়া থানার ওসি আকরাম মোল্লা জানান, গ্রেপ্তারকৃতদের বুধবার সকালে আদালতে পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। দুর্বৃত্তরা সোমবার রাতে ঠাকুরবাড়ির ওই মন্দিরে হামলা চালিয়ে চারটি প্রতিমা ভাঙচুর করে। এ ঘটনায় মল্লিকপুর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি মৃণাল কান্তি ভট্টাচার্য্য অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে একটি মামলা করেন। নড়াইলের পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম জানান, জেলার পূজামণ্ডপগুলোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। [[খবর - বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম]] ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।