আমাদের কথা খুঁজে নিন

   

হাসুন এবং সুস্থ থাকুন..

নিউইয়র্কের এক রাস্তায় এক লোক খুব স্পিডে গাড়ি চালাচ্ছিলেন যা ছিলো স্পিড-লিমিটের চাইতে অনেক বেশি । তা দেখে রাস্তার পাশে অবস্থানরত এক পুলিশ অফিসার তাকে থামার জন্য সংকেত দিল কিন্তু লোকটি তা অগ্রাহ্য করে এগিয়ে যেতে লাগলো। সাথে সাথে ঐ পুলিশ অফিসার তার পিছু নিল এবং তাকে থামার জন্য ক্রমাগতভাবে সংকেত দিয়ে যেতে লাগল। লোকটি তা দেখেও গাড়ি না থামিয়ে বরং আরো স্পিডে চালিয়ে যেতে লাগল। এদিকে পুলিশ ও নাছোড়বান্দা; সে ও লেগে রইল ঐ গাড়ির পিছে।

। একটা সময় গিয়ে লোকটি যখন বুঝল যে সে আর পেরে উঠবেনা, তখন সে গাড়ি থামাল। পুলিশ অফিসার ও গাড়ি থামিয়ে তার দিকে এগিয়ে গিয়ে বলল, ”এই যে মিস্টার আপনাকে যে এত সংকেত দিচ্ছিলাম আপনি কি দেখতে পাননি? একেতো স্পিডলিমিট অতিক্্রম করেছেন তার উপর সিগন্যাল দেয়ার পর ও থামছেননা, ব্যাপার কি? দেখুন পুরো দিন ডিউটি করে আমি যথেষ্ট ক্লান্ত; এখন দয়া করে আপনি এমন একটা যুক্তিসংগত কারন দেখান যার জন্য আমি আপনাকে ছেড়ে দিতে পারি। ” লোকটি পুলিশের দিকে তাকিয়ে এক মুহূর্ত চিন্তা করে বলল, ”তিন সপ্তাহ আগে আমার স্ত্রী এক পুলিশ অফিসারের সাথে পালিয়ে গিয়েছিলো। যখন আমি আমার গাড়ির রিয়ার-ভিউ মিররে আপনার গাড়িটা দেখি তখন আমি ভেবেছিলাম আপনি সেই পুলিশ অফিসার এবং আপনি আমার কাছে আমার স্ত্রীকে ফেরত দেয়ার চেষ্টা করছিলেন।

” ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।