আমাদের কথা খুঁজে নিন

   

চক্ষুদ্বয় বন্ধ করে মনটাকে একবার জিজ্ঞাসা করেন, আল্লাহ আপনাকে মানুষ না বানিয়ে অন্যকিছু রুপেও তো দুনিয়াতে পাঠাতে পারতেন!!

ওহে বানী আদাম ! কী খবর ! বুকের মধ্যে যে ব্যথা তা যদি দেখাতে পারতাম তাহলে সত্যই দেখাতাম । কিন্তু তা তো সম্ভব না । কেন তুমি বুঝ না ?এখন আল্লহ তায়ালার হুকুমে যদি আজরাইল আঃ এসে জান কবজ করে নিয়ে যায় তাহলে তো আমাদের আ'মলের খাতা বন্ধ হয়ে যাবে ,দুনিয়াতে যে জিনিসগুলোর পেছনে ছুটছি সেগুলো মূল্যহীন হয়ে পড়বে। কিন্তু কেনই বা এই ছুটোছুটি । চক্ষুদ্বয় বন্ধ করে মনটাকে জিজ্ঞাসা করেন ওরে মন ,তোমারও তো একটা রুহ্ বা প্রাণ কুকুরের , গরুর , অন্ধের ,বধিরেরও একটাই রুহ্ বা প্রাণ কিন্তু আল্লহ তায়ালা তোমাকে আমাকে কুকুরের ,গরুর ,অন্ধের ঘরেও দেয় নাই দয়া করে সুস্থ মানুষ হিসেবে জন্ম দান করেছেন এটা আল্লহর কত বড় দয়া ,তাই না? কুকুরের বাচ্চা ,গরুর বাচ্চা জন্মের আগে এমন কোন দোষ করেনাই যে তাদের কুকুর ,গরু , অন্ধ হিসেবে দুনিয়াতে পাঠাতে হবে ।

আবার আপনি আমিও এমন কোন ভাল কাজ জন্মের আগে করিনি যে আমাকে সুস্থভাবে মুসলিমের ঘরে জন্ম দিতে হবে। কিন্তু আল্লহ দয়া করে সুস্থভাবে মুসলিমের ঘরে জন্ম দিয়েছেন। আল্লহর এতো বড় দয়া ভোগ করে যদি সঠিক স্থানে কাজে না লাগিয়ে , নিজেকে আল্লহর নাফরমানিতে যদি কাজে লাগাই তাহলে আমার সাথে কেমন ব্যবহার করবেন আল্লহ তায়ালা। িআপনি আমি কেউ ইচ্ছা করে দুনিয়াতে আসিনি , আবার নিজ ইচ্ছায় কোন কিছু করতেও পারি না , আবার নিজ ইচ্ছায় দুনিয়া থেকে কেউ যেতেও পারব না ! সর্বনাশ ! এসেছি আল্লহর ইচ্ছায় , আছিও আল্লহর ইচ্ছায় , দুনিয়া থেকে রওনাও আল্লহর ইচ্ছায় , তাহলে মাঝখানে কয়েকটা দিন কার ইচ্ছায় কাটাইবা ? এখনি যদি আজরাইল আঃ এসে জান টা কবজ করে নিয়ে যায় তাহলে আমার আমাল কী পর্যাপ্ত আল্লহর সামনে পেশ করার মত এবং জান্নাতে যাওয়ার জন্য ? কবরে যদি আল্লহ আমার সাহায্যকারী না হন তাহলে কে আমার সাহায্যকারী হবেন । তাই সাবধান আল্লহর নাফরমান হিসেবে মৃত্য বরণ করবেন না।

যেহেতু মৃত্যু যেকোন সময় চলে আসতে পারে তাই দয়া করে নাফরমান হিসেবে দুনিয়ার জীবন শেষ করবেন না। অবশ্যই আল্লহর আজাব খুবই কষ্টকর হবে!!! যদি দুনিয়ার মোহে জীবন ধ্বংস করে ফেলেন তাহলে ক্ষতিগ্রস্থ হওয়া ছাড়া লাভবান হওয়ার কোন আশা নাই!!! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।