আমাদের কথা খুঁজে নিন

   

নিরন্ন, নিরস্ত্র, দূর্বল কাঁদে অসীম লজ্জায়

আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে.......এ জীবন পূণ্য কর..... এ জীবন পূণ্য কর.... এ জীবন পূণ্য কর দহন দানে...... আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে...... এই শারদীয় পুজায় দুর্গা দুর্গা বলে- ধ্যানরত ঐ কৃষ্ণ ভগবান; মধুকৈটভের হস্ত থেকে ব্রহ্মা মুক্তি চান; দুর্বাসা মুনির শাপে ভ্রষ্ট দেবরাজ ইন্দ্র ভীত সন্ত্রস্ত- ক্ষীরোদ সাগরের তীরে ব্রহ্মার মানসপূত্র মনু- এক মৃন্ময়ী মূরতিকে করে আরাধনা ভক্তিময়তায়। যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেন সংস্থিতা। এই কোজাগরী পূর্ণিমায় এসো হে, মহিষাসুর মর্দিনী, দশভূজা, কাত্যায়নী, দুর্গা! তেজঃপুঞ্জ স্থীত করো আমাদের বসুধায়; রক্তবীজ দৈত্যের বলয় থেকে রক্ষা করো, রক্ষা করো মহাসুর শুম্ভ-নিশুম্ভ প্রজন্ম ধারা। আজ অস্থিরতায় কাঁপে মেদিনী, নিরন্ন, নিরস্ত্র, দূর্বল কাঁদে অসীম লজ্জায়; যা দেবী সবভূতেষু মাতৃরূপেন সংস্থিতা। -----------------------বন্ধু স্বপন এর ফেবু থেকে সংগৃহীত।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।