আমাদের কথা খুঁজে নিন

   

ভিক্ষার চা’লে রাজ প্রাসাদ ও কিঞ্চিৎ আপচুচ

শুদ্ধতার আগুনে যেন সতত পুড়ি ভাইবারে কথা কইতাম, কখনো স্কাইপিতে, কখনো গুগল ভয়েজে। হায় আমি ভাবছিলাম আমার সেটের দোষ, ভাইবার আপডেট দিতে চাই কাজ হয় না। একটিভেশন নাম্বার আসে না। বিকল্প মাধ্যম স্কাইপিতে ট্রাই করি লগিন হয় না। ভাবি সেটের দোষ।

শেষে গুগুল ভরসা। কল দেই ওপাশ থাইক্যা আমার সই রিসিভ করেন, আমার দিক দিয়া দেখি তানি লাইন কাইট্যা দিতাছেন। এই নিয়া অনুযোগ করি। পালটা অভিযোগ করেন তিনি। ভাল একটা সেট কিনার পরামর্শ দেন।

গরিব মানুষ আমি কয়দিন পর পর ফোন কিনন সীমাহীন একটা অত্যাচার! আমি বিভ্রান্ত। কী কইতে পারি? শেষে মপিল দিয়া গুড নাইট কইতে বাধ্য হই। কিন্তু দীর্ঘ সময় চেষ্টা কইরা দেখি ভাইবার আপডেট হয় না। আরব দেশ আগে একবার হুমকি দিছিল যে, স্কাইপি বন্ধ কইরা দিবে। নেটে সার্চ দিয়া দুইটা খবর পাই, বিডি নিউস24 আর গালপ নিউজ জানাইছে হাচা কথা।

কিন্তু আমার কথা হইল, সৌদি আরবে যারা এইসব অনলাইন সোর্স ব্যবহার করি তারা তো নেট ব্যবহার করি। ফ্রি কথা কই দেইখ্যাই তো ইন্টারনেট কানেকশন লই। ইন্টারনেট ব্যবসাটা তাদের ভাল হইতাছে না? কিন্তু কোনো ধনী মানুষ ভাবেন ভিক্ষা দিলে তার মুষ্টি চা’লঅই কইম্যা গেল। এখন বাদশার দেশ সৌদি আরব, জাগা আজাগায় আমির ওমরাহ বাস করে, সোনার পাহাড় যেই দেশে, যারা সওয়াব আর পূণ্যের ইজারাদার তাদের মত মানুষ এমন ভাবনা যদি ভাবেন যে, অনলাইনে কথা কইলে তাদের কামাই কইম্যা যায়, তাইলে সামনে আরো নতুন সমস্যা আসতাছে ভুল নাই। তারা ইন্টারনেট সার্ভিসও বন্ধ কইরা দিতে পারে যে কোনো সময়।

ফোন কোম্পানিগুলা যদি বর্তমান ইন্টারন্যাশনাল রেট ৫৫হালালা থাইক্যা ৫রিয়েল কইরা দেয় তাও বাধ্য হইয়া ফোন ব্যবহার করবে লোকজন। সৌদি আরব পৃথিবীর ১লম্বর ধনী দেশ হইতে এক মাসও লাগবে না। হয়তো হাজিদের জন্যও আরো খরচ বাড়বে। বাইড়া যাবে পাপ মার্জনার খরচ সহ বেহেস্তের টিকেটের দামও। আপচুচ, কেন ফকিরা হইলাম আর সৌদি আরব আইলাম! ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.