আমাদের কথা খুঁজে নিন

   

সন্ত্রাসের সৃষ্টি হয়েছিলো অমুসলিমদের থেকে প্রমান চান ?

প সন্ত্রাস শব্দটা প্রথম ব্যাবহার করা হয়েছিলো ১৭৯০ এর দশকে ফরাসী বিল্পবের সময় । ফ্রান্সের জ্যাকোবিন সরকার প্রধান ম্যাক্সমিলিয়ান রোবসপিয়ার ( ১৭৯৩-১৭৯৪) এই স্বল্প সময়ে তিনি তিনহাজার মানুষ হত্যা করেছিলেন, গিলেটিনে চড়িয়েছিলেন। ইতিহাস বলে ৫লক্ষ মানুষকে আটক করে তন্মধ্যে ৪০,০০০ হাজার মানুষকে হত্যা , ২লক্ষ নির্বাসন, আরো ২ লক্ষাধিক মানুষ জেলখানায় অনাহারে মারা যায়। সন্ত্রাস শব্দটা প্রথম ব্যাবহার করা হয়েছিলো ফরাসী বিপ্লবের সময় বিপ্লবীদের বিরুদ্ধে। ১) ১৮৮১ সালে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের রাস্তায় দ্বিতীয় আলেকজেন্ডারকে হত্যা করা হয়েছিলো সেটা কোনো মুসলিম করেনি তাকে হত্যা করেছিলো ইগনেসি।

২) ১৮৮৬ সালে শিকাগো শহরে হে মার্কেট স্কয়ারে শ্রমিকদের মিছিলে বোমা বিস্ফোরনে ১২জন নিরীহ মানুষ, ৭জন পুলিশ নিহত হয় সেটা কোনো মুসলিম করেনি, করেছিলো নৈরাজ্য বাদী ৮জন মুসলিম। ৩) ১৯০১ সালে ৬ সেপ্টেম্বর তৎকালীন আমেরিকার প্রেসিডেন্ট উইলিয়াম ম্যাককিনলি তাকে লিওন নামে নৈরাজ্যবাদী গুলি করে হত্যা করে। ৪) ১৯৯০ সালের ফেলা অক্টবর লস এন্জেলসে টাইম নিউজ পেপের ব্লিডিং ভবনে বোমা বিস্ফোরনে ২১ জন নিরীহ মানুষ মারা যায়। কাজটি করেছিলো জেমস ওজোসেফ নামে দুই খৃস্টান। ৫) ১৯১৪ সালের ২৮ জন সারায়েভোতে অস্ট্রিয়ার আর্কডিউক ফ্রানজ, ফার্ডিন্যান্ড এবং তার স্ত্রী নিহত হয়েছিলেন।

এখান থেকেই শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধ। দায়ী ছিলো ইয়ং বসনিয়া নামে একটি অমুসলিম দল। ৬) ১৯২৫ সালের ১৬ই এপ্রিল বুলগেরিয়ার রাজধানী সোফিয়ায় 'সেইন্ট নয়াডেলিয়া " চার্চে ১৫০জন নিহত, আহত ৫০০জনের বেশি কাজটি কোনো মুসলিম করেনি। কাজটা করেছিলো বুলগেরিয়ার কমিউনিস্ট পার্টি। ৭) ১৯৩৪ সালের ৯ অক্টবর যুগোস্লাভিয়ার রাজা প্রথম আলেকজান্ডারকে "ভ্লাদা জার্জিফ নামে" এক অমুসলিম গুলি করে হত্যা করে।

৮) প্রথম বিমান ছিনতাই করে 'ওরটিজ' নামে এক অমুসলিম/। ৯)১৯৬৮ সালের ২৮ আগস্ট গুয়েতেমালার রা্ষ্ট্রদুতকে হত্যা করেছিলো একজন অমুসলিম। ১০) ১৯৬৯ সালে জাপানের রাষ্ট্রদুতকে হত্যা করেছিলো একজন জাপাণী অমুসলিম, ব্রাজিলের রাষ্ট্রদুতকে ও হত্যা করে একজন অমুসলিম। ১১)১৯৯৫ সালে ১৯ এপ্রিল ওকলাহোমা বোম্বিং নিহত ১৬৬ জন নিরীহ মানুষ। কাজটি করেছিলো টিমোথি ও টেরি নামের ডানপন্থী দলের দুই সমর্থক।

১২) ১৯৪১-১৯৪৮ পর্যন্ত ২৫৯টি সন্ত্রাসী হামলা চালিয়েছিলো ইহুদী সন্ত্রাসীরা। ১৩) ১৯৪৬ সালে ২২ জুলাই কিং ডেভিড হোটেলে বিস্ফোরন ঘটেছিলো মেনাফেম বেগেন-এর নেতৃত্বে ইরগুন কর্তৃক। সেখানে মারা যায় ৯১ জন নিরীহ মানুষ- ২৮ জন বৃটিশ, ৪১জন আরব, ১৭জন ইহুদি এবং অন্য আরো ৫ জন। এই ইরগুন গ্রুপ আরবদের ন্যায় পোশাক পরিধান করেছিলো , যাতে লোকজন মনে করে আরবরাই এই বিস্ফোরন ঘটিয়েছে। কয়েক বছর পর এই মেনাফেম হলেন ইসরাইলের প্রধানমন্ত্রী এবং শান্টিতে নোবেল ও পেলেন।

১৪) হিটলার ৬০ লাখ ইহুদী মেরে বের করে দিয়েছিলেন। ১৫) ইতালির 'রেডব্রিগেড' তারাও অনেক নীরীহ মানুস হত্যা করে এবং ১৯৭৮ সালে তারা ইটালির প্রধানমন্ত্রী ' আ্যালডো মোর " কে অপহরন করে হত্যা করে। ১৬)জাপানেও এরকম সন্ট্রাসী চক্র আছে যেমন-দ্যা জাপানিজ রেড আর্মি, ওম শিনরিফি ও বৌদ্ধকান্ট প্রভৃতি। তারা একবার নার্ব গ্যাস দিয়ে টোকিও পাতাল রেলে হাজার হাজার নিরীহ মানুষ হত্যা করতে চেয়েছিলো সফল হতে পারেনি মারা গিয়েছিলো ১২ জন আর গ্যাসের কারনে আহত হয়েচিলো ৫৭০০জন। এ ঘটনা যারা ঘটিয়েছিলো তারা কেউ মুসলিম নয় সবাই বৌদ্ধ ।

১৭) আইরিশ রিপাবলিকান আর্মি ইংল্যান্ডে ১০০ বছর বিভিন্ন সন্ত্রাসী হামলা চালায়। এরা ১৯৯৮ সালে ৫০০ পাউন্ডের ২টি বোমার বিস্ফোরব ঘটায় এতে বিপুল সংখ্যক হতাহত হয়। এই আর্মির সবাই ক্যাথলিক কিন্তু তাদের সন্ত্রাসী বলা হয় না। ১৮) ফ্রান্স আর স্পেনের সন্ত্রাসী সংগঠনের নাম 'ইটএ' তারা এ পর্যন্ত ৩৬টি আক্রমন চালিয়েছে। ১৯) ইন্দ্রিরা গান্ধীকে হত্যা করছে শিখ।

২০)আসামের উলফা যাদের ট্রেনিং দেওয়া হয় মুসলমান হত্যার তারা ১৯৯০-২০০৬ পর্যন্ত ইন্ডিয়ার মাটিতে ৭৫৯টি সন্ত্রাসী হামলা চালিয়েছে। ২১) কমিউনিস্ট মাওবাদীরা শুধু নেপালেই ৭ বছরে ৯৯টি সন্ট্রাসী হামলা চালিয়েছে। ২২) জোসেফ স্ট্যালিন ২কোটি মানুষ মেরেছিলেন। ২৩) মাওসেতুং চীনে দের থেকে ২কোটি মানুষ হত্যা করেছিলেন। ২৪) ইতিহাস শাক্ষি মুসোলিনি ইটালিতেই প্রায় ৪ লক্ষ মানুষ হত্যা করেছিলো।

২৫) অশোক' শুধুমাত্র কলিপের কেটা যুদ্ধেই মেরেছিলো ১লক্ষের বেশি মানুষ । সে মুসলিম ছিলো না সে ছিলো হিন্দু। পশ্চিমাদের মতে এরা কেউই সন্ত্রসী নয় সন্ত্রাসী শুধু মুসলিমরা। তাদের মতে সকল মুসলিমই সন্ত্রাসী নয় , তবে সকল সন্ত্রাসীই মুসলিম। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.