আমাদের কথা খুঁজে নিন

   

গজল সন্ত্রাসের প্রতিকার চাই

কামনায় পৃথিবীর সকল সুন্দর দুচোখ মেলে দেখতে চাই সকলের অন্তর। সারা রাত জেগে ইন্টারনেটে ফ্রিল্যান্সিং এর কাজ করি। ভোর রাতে একেবারে সেহরী খেয়ে ঘুমাতে যাই। কিন্তু হঠাত একদিন দরজায় একদল অসভ্য লোক এসে বলল, সেহরীর সময় আপনাদেরকে প্রতিদিন ঘুম থেকে জাগাই আমরা। তাই আমাদেরকে ৫০০ টাকা দিতে হবে।

আমি বললাম, আমি তো রাতে জেগেই থাকি। ........................। এসব বলতেই একজন ধমক দিয়ে বলল, টাকা চাইছি, টাকা দেন। নয়ত.......................। আমি ভয় পেয়ে পকেট থেকে ৩০০ টাকা দিয়ে বললাম, নেন ভাই।

আমার কাছে আর টাকা নাই এই মুহুত্বে। গজল গায়কদের একজন বলল, ছাইড়া দে এইডারে। ওরা চলে গেল। আমি স্বস্তি পেলাম। আপনাদের কাছে আমার প্রশ্ন নং-১: আপনাদের মধ্যে কেউ কি ওদের গজলের আওয়াজ শুনে সেহরী খেতে উঠেন? প্রশ্ন-২: আপনাদের মধ্যে কেউ কি সমাজের কাউকে অনুরোধ করেন যে দয়া করে আপনাদের যাতে গজল গেয়ে উঠিয়ে দেন? প্রশ্ন-৩: আপনাদের কতজন এসব গায়কের গজল গেয়ে চাদাবাজির পক্ষে? আমার অভিমত: কেউ যদি সংস্কৃতির অংশ হিসেবে রোজার মাসে সেহেরীর সময় গজল গেতে চান, সমস্যা নেই।

তবে, এটাকে একটা চাদাবাজির হাতিয়ার করবেন না। তাহলে পুরো মুসলিম জাতি কলঙ্কিত হবে। এসব চাদাবাজদের বিরুদ্ধে সরকার, সুশীল সমাজ, রাজনীতিবিদ এবং তরুন প্রজন্মকে ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ করছি। আমরা গর্বিত মুসলিম হতে চাই। দয়া করে, দেশের মান বাচান, ইসলামের পবিত্রতা রক্ষা করুন।

বিশেষ পদক্ষেপ কামনা করছি, ;দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। বি:দ্র: আজ বাসে বসে কিছু মানুষের এই বিষয়ে কট্টোর আলোচনা শুনে বিবেকের টানে লেখাটি লিখলাম। আমি বিচার চাইছি জনতার আদালতে। #আমার লেখাটি স্টিকি করলে দেশ ও জাতির মঙ্গল হবে। ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।